South Africa National Cricket Team vs Pakistan National Cricket Team, 1st T20I Result: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দল প্রথম টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হয়। ডারবানের কিংসমিডে প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সে পাকিস্তানকে ১১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তিন বছর পর আন্তর্জাতিক মঞ্চে ফিরে জর্জ লিন্ডে ব্যাট হাতে ২৪ বলে ৪৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এবং এরপর ২১ রানে ৪ উইকেট নেন। অল্পের জন্য হ্যাটট্রিক মিস করলেও তাকে প্লেয়ার-অব দ্য ম্যাচের পুরস্কার দেওয়া হয়। মহম্মদ রিজওয়ান ভালো করলেও পাকিস্তানের রান তাড়া করতে ব্যর্থ হয়। শুরুতে ৪৪ বলে ৩৬ রানের স্লো ইনিংস খেলা অধিনায়ক ৬২ বলে ৭৪ রান করেন। তবে পাকিস্তান ধীরগতির মিডল ফেজ এবং অনভিজ্ঞ মিডল অর্ডার থেকে ঘুরে দাঁড়াতে না পারায় তার সাহসী প্রচেষ্টা ব্যর্থ হয়। Babar Azam: যৌন হেনস্থা কাণ্ডে আরও বিপাকে বাবর আজম, পাক তারকাকে চিন্তায় ফেলে বড় সিদ্ধান্ত আদালতের
দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান প্রথম টি২০
🟢🟡Match Result
What a start to the Series!😮💨
🇿🇦South Africa win by 11 runs down in Durban.
The Proteas take a 1-0 lead in the 3-Match KFC T20i Series, as they head up to Pretoria next.🏟️😁🏏#WozaNawe#BePartOfIt #SAVPAK pic.twitter.com/uqQlJwZsMT
— Proteas Men (@ProteasMenCSA) December 10, 2024
দক্ষিণ আফ্রিকার হয়ে ডেভিড মিলার ৪০ বলে ৮২ রানের ইনিংস খেলেন। নড়বড়ে শুরুর পর চার নম্বরে নেমে মিলার পাকিস্তানের বোলিং আক্রমণকে অনবদ্য টাইমিং দিয়ে গুঁড়িয়ে দেন। দশম ওভারে আবরারের বলে পরপর তিনটি ছক্কাসহ স্পিনার সুফিয়ান মুকিমকে তার আক্রমণ ছিল বিধ্বংসী। মিলারের আধিপত্য দক্ষিণ আফ্রিকাকে ১৬৩ রানে পৌঁছে দেয়। পাকিস্তানের রান তাড়া করতে নেমে শুরুটা ভালো করলেও বাবর আজমকে শূন্য রানে হারায়। লিন্ডে এবং বাকি বোলাররা নিয়মিত উইকেট নেওয়ার সময় পাকিস্তানের শেষ ওভারে ১৯ রানের প্রয়োজন ছিল। নাটকীয় ১৭তম ওভার ২৪ রান তুললেও ১৮ বছর বয়সী কোয়েনা মাফাকা শেষ ওভারে রিজওয়ানকে আউট করে জয় নিশ্চিত করেন।