Babar Azam sexual harassment Case: সময়টা একেবারেই ভাল যাচ্ছে পাকিস্তানের তারকা ক্রিকেটার বাবর আজমের (Babar Azam)। একটা সময় বিরাট কোহলি, স্টিভ স্মিথের সঙ্গে তুলনা চলা বাবর আজম এখন পকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়েছেন। ফিরে আসার লড়াইতেও তেমন সুবিধা করতে পারছেন না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। এরই মধ্যে আবার তার বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা কাণ্ডে জল আরও কিছুটা গড়াল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাবর আজমের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা মহিলাটিকে আগামী বৃহস্পতিবার লাহোর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হল।
বিচারপতির সামনে দাঁড়িয়ে সেই মহিলা এবার শুনানিতে নিজের বক্তব্য রাখবেন। মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বাবর আজম তার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রেখেছিলেন। বেশ কয়েক বছর পর তিনি অন্তস্বত্ত্বা হয়ে পড়লে, বাবর তাঁকে গর্ভপাতের অনুরোধ করেন। নিজের অভিযোগের প্রমাণ হিসেবে সেই মহিলা আদালতের কাছে মেডিক্যাল রিপোর্ট জমা দেন।
যৌন হেনস্থা কাণ্ডে আরও বিপাক বারর আজম
LHC summons woman complainant in sexual harassment case against Babar Azam।
- The feat of Pakistan's flop batsman Babar Azam.#PakistanCricket #PAKvsSA #AzaadDigital #AzaadEnglish #BabarAzam𓃵 @JohnyBravo183 @Zimbu12_ pic.twitter.com/tbiGeZssIQ
— CricTalkWith - Atif (@cricatif) December 9, 2024
আজ, মঙ্গলবার থেকে দক্ষিণ আফ্রিকা সফরে খেলা শুরু হচ্ছে পাকিস্তান। রাতে ডারবানের কিংসমিডে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথম খেলায় নামছেন বাবর আজম।