
South Africa National Cricket Team vs New Zealand National Cricket Team, Champions Trophy 2025: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হয়েছে। পিচ রিপোর্ট বলছে, এই পিচ রান স্কোরিং এবং বাউন্ডারি-হিটিংয়ের জন্য দুর্দান্ত। এটি একটি হার্ড এবং ফ্ল্যাট পিচ, তবে ঘাসের একটি তাজা লেয়ার রয়েছে যাতে বলটি স্কিড করবে বলে ধারণা কড়া হয়েছে। পেস বোলাররা বাড়তি বাউন্স পাবে। সেই সব কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে ব্যাট করবে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে শেষ ম্যাচ হারলেও দলে কোনো পরিবর্তন করেনি নিউজিল্যান্ড। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকা দলে ফিরে এসেছেন অধিনায়ক টেম্বা বাভুমা। চোটের বিপদ কাটিয়ে ফিরেছেন এইডেন মার্করামও। SA vs NZ, Semifinal 2, Champions Trophy 2025 Live Streaming in India and Bangladesh: দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, দ্বিতীয় সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫; সরাসরি দেখুন ভারতে এবং বাংলাদেশে
দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড, দ্বিতীয় সেমিফাইনাল, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ টস আপডেট
NZ Wins the Toss and Bats First:
👉 Same Team for NZ
👉 Bavuma Comes Back for SA#NZvsSA I #SAvsNZ pic.twitter.com/zsqKFPhafx
— DoctorofCricket (@CriccDoctor) March 5, 2025
দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ইলেভেনঃ রায়ান রিকেলটন, টেম্বা বাভুমা (অধিনায়ক), র্যাসি ভন ডার ডুসেন, হেনরিখ ক্লাসেন (উইকেটরক্ষক), ডেভিড মিলার, এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, মার্কো জ্যানসেন, কেশব মহারাজ, কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি।
নিউজিল্যান্ডের প্লেয়িং ইলেভেনঃ উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, কেন উইলিয়ামসন, ড্যারিল মিচেল, টম লাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), ম্যাট হেনরি, কাইল জেমিসন, উইলিয়াম ওরুরকে।