Steve Smith (Photo Credit: ESPNCricinfo/ X)

South Africa National Cricket Team vs Australia National Cricket Team, WTC 2025 Final: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ (WTC 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১১ জুন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। যেখানে টেম্বা বাভুমা (Temba Bavuma) দক্ষিণ আফ্রিকার দলের নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে, প্যাট কামিন্স (Pat Cummins) অস্ট্রেলিয়ার দলে ক্যাপ্টেন। প্রথম সেশনে চার উইকেট হারানোর পর অজিরা দ্বিতীয় সেশন শুরু করে বেশ স্লো। স্টিভ স্মিথের (Steven Smith) সঙ্গে তরুণ তারকা বিউ ওয়েবস্টার (Beau Webster) যোগ দিয়ে দলের স্কোরকে ৬৭/৪ থেকে ১৪০ অবধি নিয়ে যান। দুজনেই এত ভালো সেট হয়ে যায় মনে হয় এই সেশন দক্ষিণ আফ্রিকার জন্য উইকেট শূন্য যাবে। তখনই বোলিং চেঞ্জে এইডেন মার্করাম (Aiden Markram)-কে নিয়ে আসেন বাভুমা। SA vs AUS, WTC 2025 Final Live Scorecard: রাবাডা-জ্যানসেনের জোড়া উইকেটে প্রথম সেশনেই বড় ধাক্কা অজিদের

স্টিভ স্মিথের উইকেট

তিনি তার প্রথম ওভারেই অস্ট্রেলিয়া দলের মেরুদণ্ড স্মিথের উইকেট তুলে নেন। দক্ষিণ আফ্রিকার এই তারকার স্পিন বল স্মিথের ব্যাটে এজ করে গালির দিকে চলে যায় সেখানে দাঁড়িয়ে থাকা মার্কো জ্যানসেন (Marco Jansen) প্রথমে বল আসছে সেটা বুঝতে না পেরে বল প্রায় ফসকে ফেলছিলেন কিন্তু শেষ পর্যন্ত বল হাত থেকে পড়তে দেননি ফলে অজি তারকাকে ফিরে যেতে হয়। তিনি ১১০ বলে ৬৬ রান করেন ১০টি ছক্কার সাহায্যে। তরুণ তারকা বিউ ধীরে ধীরে নিজের হাফসেঞ্চুরি করে ফেলেছেন। ৭০ বলে ৫১ রান করে অস্ট্রেলিয়ার ইনিংসকে ২০০ রানের কাছাকাছি নিয়ে যান। এই মুহূর্তে ক্রিজে তার সঙ্গে ২২ রানে রয়েছেন অ্যালেক্স ক্যারি (Alex Carey)। দ্বিতীয় সেশনে অজিদের স্কোর-১৯০/৫।

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final লাইভ স্কোরকার্ড