South Africa Test Team (Photo Credit: ICC/ X)

South Africa National Cricket Team vs Australia National Cricket Team, WTC 2025 Final: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ (WTC 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১১ জুন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। যেখানে টেম্বা বাভুমা (Temba Bavuma) দক্ষিণ আফ্রিকার দলের নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে, প্যাট কামিন্স (Pat Cummins) অস্ট্রেলিয়ার দলে ক্যাপ্টেন। মেঘলা আকাশ দেখে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। তার সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করে কাগিসো রাবাডা (Kagiso Rabada) ম্যাচের সপ্তম ওভারে জোড়া উইকেট তুলে নেন। ৬.৩ ওভারে তার শিকার হন উসমান খোয়াজা যিনি ২০ বলে ০ রানে ফিরে যান। এরপর ওভারের শেষ বলে ৪ বলে ৩ রানে আউট হন ক্যামরন গ্রিন (Cameron Green)। SA vs AUS, WTC 2025 Final Toss Update: টসে জিতে প্রথমে বল করছে দক্ষিণ আফ্রিকা, একনজরে দু'দলের একাদশ

কাগিসো রাবাডার এক ওভারে জোড়া উইকেট

এরপর স্টিভ স্মিথ (Steven Smith) পার্টনারশিপ গড়েন মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)-এর সঙ্গে। তারা স্কোর ১৬/২ থেকে ৪০ পার করাতে পারলেও তাদের বিপাকে ফেলেন মার্কো জ্যানসেন (Marco Jansen)। তিনি ৫৬ বলে ১৭ রানের স্লো ইনিংস খেলা লাবুশেনকে আউট করেন। এরপর স্মিথ ট্রাভিস হেড (Travis Head)-এর সঙ্গে আরেকটি পার্টনারশিপ গড়ে হাল ধরার চেষ্টা করছেন ঠিক তখনই জ্যানসেন ফের আঘাত হানেন এবং আউট করেন বিপদজ্জনক ব্যাটসম্যান ট্রাভিসকে। প্রথম সেশনের শেষে দক্ষিণ আফ্রিকার দুই পেস তারকার ঝুলিতে ২টি করে উইকেট রয়েছে। অস্ট্রেলিয়ার ইনিংসে একা লড়াই চালিয়ে যাচ্ছেন, তিনি ৪১ বলে ২৬ রানে এখনও অপরাজিত এবং দলের স্কোর প্রথম সেশনে-৬৭/৪।

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final লাইভ স্কোরকার্ড