
South Africa National Cricket Team vs Australia National Cricket Team, WTC 2025 Final: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ (WTC 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১২ জুন খেলার দ্বিতীয় দিনে SA বনাম AUS খেলছে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London)। অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)-এর ছয় উইকেটের সুবাদে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস মাত্র ১৩৮ রানে শেষ হয়ে যায়। প্রথম সেশনে টেম্বা বাভুমা (Temba Bavuma)-কে আউট করার পর সবকটি উইকেট একা তুলে নিয়ে অজিদের ভালো লিড নিয়ে ম্যাচে ফিরে আসার সুযোগ করে দেন তিনি। কিন্তু দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada) অজি ওপেনার ধরে খেলার সুযোগ দেননি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে একই ওভারে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি। SA vs AUS, WTC 2025 Final Day 2 Live Scorecard: বাভুমার বড় উইকেটে বিপাকে দক্ষিণ আফ্রিকা, একনজরে স্কোরকার্ড
দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final, দ্বিতীয় দিন লাইভ স্কোরকার্ড
Kagiso Rabada struck two crucial blows before the tea break to revive South Africa after they conceded a 74-run lead in the first innings.#WTCFinal #WTC25 #SAvAUS pic.twitter.com/elUM1RQPDA
— Circle of Cricket (@circleofcricket) June 12, 2025
দক্ষিণ আফ্রিকার এই পেসার টি ব্রেকের কিছুক্ষণ আগে ১১তম ওভারের দ্বিতীয় বলে উসমান খোয়াজাকে (Usman Khawaja) ৬ রানে আউট করেন। এরপর মাত্র ২ বল পর ০ রানে ফেরান ক্যামরন গ্রিন (Cameron Green)-কে। শেষ সেশনে ক্রিজে থাকছেন স্টিভ স্মিথ (Steven Smith) এবং মার্নাস লাবুশেন (Marnus Labuschagne)। অজিদের দ্বিতীয় ইনিংসে স্কোর-৩২/২, তারা এগিয়ে ১০৬ রানে। এর আগে প্রথম দিনে টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাডা (Kagiso Rabada) পাঁচটি উইকেট নিলে ২১২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া।