Temba Bavuma (Photo Credit: @SunrisersEC/ X)

South Africa National Cricket Team vs Australia National Cricket Team, WTC 2025 Final: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ (WTC 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১২ জুন খেলার দ্বিতীয় দিনে SA বনাম AUS খেলছে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London)। আজ ব্যাট করতে নেমে টেম্বা বাভুমা (Temba Bavuma)-এর বড় উইকেট তুলে নিয়েছেন অজি অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তার বলে ক্যাচ আউট দিয়ে ফিরে যাওয়ার আগে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৮৪ বলে ৩৬ রান করেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ১টি ছক্কা। ক্রিজে টিকে আছেন ডেভিড বেডিংহ্যাম (David Bedingham)। তিনি ৯৫ বলে ৩৯ রানে এখনও অপরাজিত রয়েছেন, সেখানে তার সঙ্গে রয়েছেন উইকেটরক্ষক কাইল ভেরেইন (Kyle Verreynne)। দক্ষিণ আফ্রিকার প্রথম সেশনে স্কোর-১২১/৫, পিছিয়ে ৯১ রানে। SA vs AUS, WTC 2025 Final Day 2 Live Streaming: দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final, দ্বিতীয় দিন; কোথায় অনলাইনে দেখবেন ভারত এবং বাংলাদেশে?

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final, দ্বিতীয় দিন লাইভ স্কোরকার্ড

প্রথম দিনে টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাডা (Kagiso Rabada) পাঁচটি উইকেট নিলে ২১২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। সেখানে অজিরা হিমশিম খেলে হাল ধরে রাখেন স্টিভ স্মিথ (Steven Smith)। তিনি ১১০ বলে ৬৬ রান করেন। তারপর আরেক হাফ সেঞ্চুরিয়ান হলেন বিউ ওয়েবস্টার (Beau Webster), তিনি ৯২ বলে ৭২ রান করেন। এরপর ব্যাট করতে নেমে অজিদের পেস আক্রমণের সামনে মাত্র ৩০ রানে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দক্ষিণ আফ্রিকা। গতকাল খেলা শেষ হয় ৪৩/৪ উইকেটে, আজ কিছুটা ইনিংস করতে সফল হয়েছে দক্ষিণ আফ্রিকা।