South Africa Test Team (Photo Credit: ICC/ X)

South Africa National Cricket Team vs Australia National Cricket Team, WTC 2025 Final: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ (WTC 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১২ জুন খেলার দ্বিতীয় দিনে SA বনাম AUS খেলছে লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London)। ব্যাট হাতে ভালো করতে না পারলেও বল হাতে ঘুরে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকার বোলাররা। লুঙ্গি এনগিডির (Lungi Ngidi) অসামান্য বোলিংয়ে অজিরা ৭৩ রানে ৭ উইকেট হারায়। এরপর হাল ধরেন অ্যালেক্স ক্যারি (Alex Carey) এবং তাঁকে টেল এন্ডার হিসেবে ভালো সঙ্গ দেন মিচেল স্টার্ক (Mitchell Starc)। ক্যারিকে ৪৩ রানে আউট করে গুরুত্বপূর্ণ উইকেট নেন কাগিসো রাবাডা (Kagiso Rabada)। তবে তাদের ইনিংসের সুবাদে অজিরা লিড ২০০ পার করে এবং পেসারদের জন্য ভালো এই পিচে তাদের স্কোর-১৪৪/৮, তারা এগিয়ে ২১৮ রানে। SA vs AUS, WTC 2025 Final Day 2 Live Scorecard: লর্ডসে পেসারদের রমরমা! কামিন্সের ৫ উইকেটের পর পাল্টা আঘাত রাবাডার, একনজরে স্কোরকার্ড

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final লাইভ স্কোরকার্ড

দক্ষিণ আফ্রিকার হয়ে লুঙ্গি এনগিডি নিয়েছেন ৩ উইকেট। তার শিকার হয়েছেন ১৩ রানে স্টিভ স্মিথ (Steven Smith) এবং বিউ ওয়েবস্টার (Beau Webster) ৯ রানে আউট হন। এরা দুজনেই প্রথম ইনিংসে হাফসেঞ্চুরি করেন। এছাড়া দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডাও ৩ উইকেট নিয়েছেন। তার অসামান্য বোলিং অজি ওপেনার ধরে খেলার সুযোগ দেননি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে একই ওভারে ২ উইকেট তুলে নেন তিনি। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস মাত্র ১৩৮ রানে শেষ হয়ে যায় অজি অধিনায়ক প্যাট কামিন্সের (Pat Cummins) ৬ উইকেটের সুবাদে। এর আগে প্রথম দিনে টসে জিতে প্রথমে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাডা (Kagiso Rabada) পাঁচটি উইকেট নিলে ২১২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অজি দলে থাকা তাবড় বোলারদের সামনে আগামিকাল কীভাবে ব্যাটিং করে তার ওপর নির্ভর করবে দক্ষিণ আফ্রিকার ভাগ্য।