মুম্বই, ৩ নভেম্বর: ভারতের ৯১ বছরের টেস্ট ইতিহাসে এই প্রথমবার দেশের মাটিতে পাঁচ দিনের ক্রিকেট সিরিজে হোয়াইটওয়াশ হল টিম ইন্ডিয়া (Team India)। সিরিজের তিন টেস্টে-বেঙ্গালুরুতে ৮ উইকেটে, পুণেতে ১১৩ রানে ও মুম্বইয়ে ২৫ রানে নিউ জিল্যান্ডের কাছে পরাস্ত হয়ে ০-৩ হারল রোহিত শর্মা-র দল। দেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় লজ্জার হারের পর সাংবাদিক সম্মেলনে হতাশ দেখাল অধিনায়ক রোহিত শর্মা-কে। পুণেতে সিরিজ হারের পর রোহিত গলা উঁচু কর বলেছিলেন, ১২ বছর পর হারটা মোটেও লজ্জার নয়, কারণ গত ১২ বছরে জয়ের অভ্যাসটা তারাই করেছিলেন। কিন্তু মুম্বইয়ে সিরিজে ০-৩ হারের পর রোহিত সব দায় নিজের ঘাড়ে নিয়ে বললেন," এই হারের দায় আমার। আমরা পুরো সিরিজ জুড়েই খারাপ খেলেছি। বেঙ্গালুরুতে টসের শুরু থেকেই আমরা অনেক ট্যাকটিক্যাল ভুল করেছি। আমি আমার নিজের সেরাটায় ছিলাম না, সেটাই হয়তো আমাদের সিরিজ হারের কারণ হল।"
নিজের ব্যাটিং নিয়ে রোহিত বললেন, " আমার ডিফেন্স নিয়ে প্রশ্ন উঠছে। আমি আমার ডিফেন্স নিয়ে আস্থা হারায়নি। আমাকে পিচে আরও সময় কাটাতে হবে। শুধু গত দুটি সিরিজে আমি ভাল ব্য়াটিং করিনি। আমি চেষ্টা করেছি নিজের ব্যাটিংয়ে উন্নতি করার। এখন আমাকে আবার দেখতে হবে কী করে আমার খেলায় উন্নতি করা যায়।" প্রসঙ্গত, টেস্টে গত দশটি ইনিংসে রোহিত মাত্র ১৩৩ রান করেছেন। কিউইদের বিরুদ্ধে সিরিজে তিনটি টেস্ট মিলিয়ে ভারত অধিনায়ক করেন মাত্র ৯১ রান। পুণে ও মুম্বইয়ে রোহিতের চার ইনিংসের স্কোর যথাক্রমে ০,৮,১৮,১১। ৩৭ বছর বয়েসে পৌঁছে রোহিত কীভাবে এখন নিজের ব্যাটিংয়ে উন্নতি ঘটান সেটাই দেখার। আরও পড়ুন- এই প্রথম দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইয়ওয়াশ টিম ইন্ডিয়া
সিরিজে ০-৩ হোয়াইটওয়াশ হওয়ার পর কী বললেন রোহিত শর্মা
Rohit Sharma said, "I take full responsibility for this series defeat. I didn't perform at my best as a batsman or as a captain and it marks a low point in my career." pic.twitter.com/H54HRxAZqo
— 𝐉𝐨𝐝 𝐈𝐧𝐬𝐚𝐧𝐞 (@jod_insane) November 3, 2024
আসন্ন অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে রোহিত বললেন, এবার আমাদের সব ফোকাস অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ নিয়ে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে যে ভুলগুলো আমরা করলাম সেটা থেকে শিক্ষা নিতে হবে। আমাদের দলের অনেকেই আছেন যারা অস্ট্রেলিয়ার মাটিতে খেলেছেন। কয়েকজন আছে যারা কখনও সেখানে খেলেনি। যেটাই হোক ওখানে ভাল খেলতেই হবে। এই হারের পরেও বলছি, আমাদের ক্ষমতা আছে অস্ট্রেলিয়ায় ভাল খেলার।"
আগামী ২৩ নভেম্বর থেকে পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলতে নামছে টিম ইন্ডিয়া। জুনে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হবে ক্যাঙারুর দেশে টিম ইন্ডিয়াকে ৪-০ সিরিজ জিততেই হবে। কিন্তু পারথে প্রথম টেস্টে অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে সংশয় আছে, সেই নিয়ে মুম্বইয়ে হারের পর সাংবাদিক সম্মেলনে রোহিত বললেন, " এখনও আমি নিশ্চিত নই অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট পারথে আমি খেলবো কি না। এবার দেখা যাক কী হয়।"