Records in ZIM vs AFG 1st Test: রহমত শাহের ডাবল সেঞ্চুরি, টেস্টে আফগানিস্তানের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর এবং হাশমতউল্লাহ শাহিদির সেঞ্চুরি বুলাওয়েতে প্রথম টেস্টের তৃতীয় দিনে উইকেটশূন্য থাকা সব নিয়ে আফগানদের ব্যাটিং প্রচেষ্টা দলকে শিরোনাম রাখে। এই জুটি জিম্বাবয়ের মোট ৫৮৬ রানের জবাবে রেকর্ড পার্টনারশিপ করে। তৃতীয় উইকেটে রহমত (২৩১*) ও শাহিদি (১৪১*) ৩৬১ রানের অবিচ্ছিন্ন জুটিতে অংশ নিয়ে আফগানিস্তানকে ২ উইকেটে ৪২৫ রানে দিন শেষ করতে সহায়তা করে। এখনও ১৬১ রানে পিছিয়ে সফরকারীরা। বেনেটের বলে চার মেরে দ্বিতীয় আফগান খেলোয়াড় হিসেবে ডাবল সেঞ্চুরি করার পর পরের ওভারে উইলিয়ামসের বলে ছক্কা হাঁকিয়ে তা উদযাপন করেন রহমত। তৃতীয় দিনের খেলা শেষে, রহমত তিনটি ছক্কার সাহায্যে ২৩টি চার মারেন, যেখানে শাহিদি ১৬টি চার মারেন। এর আগে তিনটি শতক করে জিম্বাবয়ের হয়ে নয়া ইতিহাস গড়ে ক্রেইগ আরভিনরা। Zimbabwe Highest Test Total: বক্সিং ডে টেস্টে ইতিহাস! তিন তারকার সেঞ্চুরিতে টেস্টে সর্বোচ্চ ৫৮৬ রান জিম্বাবয়ের
একনজরে জিম্বাবয়ে-আফগানিস্তানের রেকর্ডের তালিকা
-জিম্বাবয়ের বিপক্ষে রহমত শাহের (Rahmat Shah) ২৩১* রান টেস্ট ইনিংসে আফগান ব্যাটারের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। ২০২১ সালে আবুধাবিতে একই দলের বিপক্ষে হাশমতউল্লাহ শাহিদির ২০০* রানের পর টেস্টে এটি আফগানিস্তানের মাত্র দ্বিতীয় ডাবল সেঞ্চুরি।
- অপরাজিত ৩৬১ রানের রহমত শাহ এবং হাশমতউল্লাহ শাহিদি পার্টনারশিপটি টেস্টে আফগানিস্তানের পক্ষে যে কোনও উইকেটে সর্বোচ্চ। ২০২১ সালে আবুধাবিতে একই প্রতিপক্ষের বিপক্ষে আসগর আফগান এবং শাহিদির মধ্যে জুটি ছিল ৩০৭ রানের। ২০০৪ সালে মারভান আতাপুথু ও কুমার সাঙ্গাকারার ৪৩৮ রানের পর জিম্বাবয়ের বিপক্ষে যেকোনো উইকেটে এটিই দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। ক্রেইগ ব্র্যাথওয়েট এবং ট্যাগনারাইন চন্দরপলের মধ্যে ৩৩৬ রান জুটিও আসে বুলাওয়েতে।
-টেস্ট ক্রিকেটে এটি ২৬তম বারের মতো উইকেটশূন্য দিন। জিম্বাবয়ের মাটিতে এই প্রথম এমন ঘটনা। ২০১৮ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার হয়ে কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের পর রহমত শাহ (২৩১*) ও হাশমতউল্লাহ শাহিদি (১৪১*) প্রথম জুটি হিসেবে টেস্টে পুরো দিন অপরাজিত ছিলেন। গত ১৫ বছরে এটি মাত্র দ্বিতীয় ঘটনা যেখানে কোনও দল কোনও উইকেট না হারিয়ে পুরো দিন ব্যাট করেছে।
-বুলাওয়েতে জিম্বাবয়ে বনাম আফগানিস্তান প্রথম টেস্টের তৃতীয় দিনের খেলায় ৩৩০ রান আসে। টেস্টের একদিনে কোনো উইকেট না হারিয়ে ৩০০-র বেশি রান করার ১১তম নজির এটি। সবশেষ ছিল ২০১৯ সালের জানুয়ারিতে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার প্রথম টেস্টের তৃতীয় দিনে এরকম ঘটে।
-৫৮৬ রান টেস্টে জিম্বাবয়ের সর্বোচ্চ ইনিংস স্কোর। ২০০১ সালে হারারেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬৩/৯ডি এর চেয়ে বেশি। ২০১৮ সালে বেঙ্গালুরুতে আফগানিস্তানের বিপক্ষে ভারতের ৪৭৪ রানের রেকর্ডকে ছাড়িয়ে এটাই যে কোনো দলের সর্বোচ্চ দলের স্কোর।