ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) তাদের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের বিষয়ে তার বাবার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। বেশ পরিচিত 'দৈনিক জাগরণ'-কে দেওয়া জাদেজার বাবার সাক্ষাৎকারকে অযৌক্তিক এবং স্ক্রিপ্টেড বলে অভিহিত করেছেন ক্রিকেটার ছেলে। জাদেজার বাবা অনিরুদ্ধ সিং অভিযোগ করেছেন, ২০১৬ সালের এপ্রিলে রিভাবাকে বিয়ে করার পর থেকেই তাঁদের সম্পর্কে সমস্যা শুরু হয়। জাদেজা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করে অনুরোধ করেছেন যে 'স্ক্রিপ্টেড ইন্টারভিউ' বিশ্বাস করবেন না। জামনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে গুজরাট বিধানসভার সদস্য তাঁর এবং তাঁর স্ত্রীর সুনাম নষ্ট করার চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন এই ভারতীয় অলরাউন্ডার। AB de Villiers on Virat Kohli: বাবা হচ্ছেন না বিরাট, ভুল তথ্য দিয়েছেন; স্বীকার করলেন এবি ডি ভিলিয়ার্স
Let's ignore what's said in scripted interviews 🙏 pic.twitter.com/y3LtW7ZbiC
— Ravindrasinh jadeja (@imjadeja) February 9, 2024
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জাদেজা লেখেন, 'স্ক্রিপ্টেড ইন্টারভিউতে যা বলা হয়েছে তা উপেক্ষা করা হোক। জাদেজার এই পোস্টে লেখা রয়েছে, 'দিব্যা ভাস্করের সন্দেহজনক সাক্ষাৎকারে উল্লিখিত বিষয়গুলি অর্থহীন এবং মিথ্যা। এগুলো একপেশে মন্তব্য যা আমি প্রত্যাখ্যান করছি। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা অনুচিত ও নিন্দনীয়। আমারও অনেক কিছু বলার আছে, তবে সেসব কথা জনসমক্ষে প্রকাশ না করাই ভালো।'
কি বলেছেন জাদেজার বাবা?
দিব্যা ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে জাদেজার বাবা অভিযোগ করেন, রিভাবা পরিবারে ফাটল ধরিয়ে দিচ্ছেন। দুই পরিবারের মধ্যে ঘৃণা ছাড়া আর কিছুই নেই বলেও উল্লেখ করেন তিনি। তাঁর কথায়, 'ও আমার ছেলে, আমার হৃদয় দগ্ধ করে। আমি আশা করি আমি তাকে বিয়ে না দিতাম। ও ক্রিকেটার না হলেই ভাল হত। সেক্ষেত্রে আমাদের এই সমস্ত কিছুর মধ্য দিয়ে যেতে হত না। বিয়ের তিন মাসের মধ্যে সে (জাদেজার স্ত্রী) আমাকে বলে, সবকিছু তার নামে ট্রান্সফার করতে হবে। সে আমাদের পরিবারে ফাটল সৃষ্টি করেছে। সে পরিবার চায়নি এবং একটি স্বাধীন জীবন চেয়েছিল আমার ভুল হতে পারে, নয়নাবা (রবীন্দ্রের বোন) ভুল হতে পারে, কিন্তু আপনিই বলুন, আমাদের পরিবারের ৫০ জন সদস্য কীভাবে ভুল হতে পারে? পরিবারের কারও সঙ্গে সম্পর্ক নেই; আছে শুধু ঘৃণা।'
হ্যামস্ট্রিং চোটের কারণে বিশাখাপত্তনমে বেন স্টোকসের ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান জাদেজা। হায়দরাবাদ টেস্টে চোট পাওয়ার পর ভাইজাগে তাঁর পরিবর্তে দলে নেওয়া হয় সৌরভ কুমার ও ওয়াশিংটন সুন্দরকে। জাদেজা সময়মতো সুস্থ হয়ে ওঠেন কিনা এবং রাজকোট, রাঁচি এবং ধর্মশালায় অনুষ্ঠিত শেষ তিনটি টেস্টের জন্য ভারতীয় দলে নির্বাচিত হন কিনা তা এখনও দেখার বিষয়।