Ravichandran Ashwin Picks 400th Test Wicket: বিশ্বে দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট রবিচন্দ্রন অশ্বিনের
রবীচন্দ্রন অশ্বিনের কীর্তি। (Photo Credits: IANS)

ক্যারিয়ারে নতুন মাইলস্টোন ছুঁলেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)৷ বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে চারশো উইকেট (400th Test Wicket) নিলেন ভারতীয় এই অফ-স্পিনার৷ বৃহস্পতিবার মোতেরায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে জোফরা আর্চারকে আউট করে মাইলস্টোনে পৌঁছন অশ্বিন৷ বিশ্বের দ্বিতীয় দ্রুততম হলেও ভারতীয় বোলার হিসেবে সর্বোচ্চ দ্রুততম ৪০০ উইকেট দখল করেছেন তিনি। এই শিখরে পৌঁছতে অশ্বিন নিয়েছেন ৭৭টি টেস্ট। তাঁর আগে রয়েছে শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন।

চলতি তৃতীয় টেস্টের ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অশ্বিন বেন স্টোকস, অলি পোপ এবং জোফরা আর্চারকে আউট করেন। অন্য ভারতীয় যারা চারশোর বেশি টেস্ট উইকেট শিকার করেছেন তাঁরা হলেন অনিল কুম্বলে (৬১৯), কপিল দেব (৪৩৪) এবং হরভজন সিং (৪১৭)। আরও পড়ুন: Axar Patel Picks Maiden 10-Wicket Haul: ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই ১০ উইকেট স্পিনার অক্সার প্যাটেলের

দিন-রাতের টেস্টের প্রথম দিনেই অনন্য নজির গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতীয় বোলারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সব চেয়ে বেশি উইকেট প্রাপকদের তালিকায় চার নম্বরে উঠে আসেন তিনি। তিনি পেছনে ফেলেন প্রাক্তন পেসার জাহির খানকে (৫৯৭ উইকেট)।