Rangpur Riders vs Khulna Tigers, BPL 2025: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৪ এর ম্যাচ নম্বর ২০-এ রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের ম্যাচ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ৬ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন সাইফ হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রংপুর রাইডার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন খুশদিল শাহ। আগের ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৩ উইকেটে জিতেছিল রংপুর রাইডার্স। অন্যদিকে, ২ জয় ও ২ পরাজয়ে খুলনা টাইগার্স বর্তমানে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন উইলিয়াম বোসিস্টো। বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি আবু হায়দার। আগের ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৮ রানে হেরেছে খুলনা টাইগার্স। BBL 2024-25 Live Streaming: সিডনি থান্ডার বনাম পার্থ স্কর্চার্স, বিগ ব্যাশ লিগ ২০২৪-২৫, সরাসরি দেখবেন যেখানে
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স
📣 MATCHDAY
🏆 Bangladesh Premier League, 2025
🏏 Rangpur Riders 🆚 Khulna Tigers
🗓️ 13 Jan 🕜 6:30 PM (BST)
🏟 SICS, Sylhet #rangpurriders #RRvsKT #BPL2025 pic.twitter.com/YoHtgKqwHJ
— Rangpur Riders (@Joyerlorai) January 13, 2025
খুলনা টাইগার্স স্কোয়াডঃ উইলিয়াম বোসিস্টো, মোহাম্মদ নাইম, মেহদি হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম আনকন (উইকেটরক্ষক), ইমরুল কায়েস, আবু হায়দার রনি, মোহাম্মদ নওয়াজ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, দারউইশ রসুল, জিয়াউর রহমান, মাহমুদুল হাসান জয়, মোহাম্মদ হাসনাইন, সালমান ইরশাদ, ইব্রাহিম জাদরান, আফিফ হোসেন, ওশেন থমাস, লুইস গ্রেগরি, রুবেল হোসেন।
রংপুর রাইডার্স স্কোয়াডঃ অ্যালেক্স হেলস, তৌফিক খান, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম, নাহিদ রানা, আকিফ জাভেদ, মো. আজিজুল হাকিম, রেজার রহমান রাজা, সৌম্য সরকার, স্টিভেন টেলর, সৌরভ নেত্রবালকর, ইরফান সুক্কুর, রাকিবুল হাসান, কার্টিস ক্যাম্পার।
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
১৩ জানুয়ারি সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Sylhet International Cricket Stadium) আয়োজিত হবে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬ঃ৩০টায় এবং বাংলাদেশের সন্ধ্যা ৬টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে না। বাংলাদেশে টিভিতে দেখা যাবে জিটিভিতে (GTV)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ?
রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্স, বিপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে ফ্যানকোড (FanCode) অ্যাপে। বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T-sports)।