Rangpur Riders (Photo Credit: Rangpur Riders/ X)

Rangpur Riders vs Khulna Tigers, BPL 2024-25 Dream XI Prediction: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরের ৩৯তম ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স। আজ, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ হতে চলেছে এটি। খেলার আগে, এখানে Dream XI ফ্যান্টাসি ক্রিকেট টিপস, পিচ রিপোর্ট এবং ম্যাচের নানা খুঁটিনাটি জানানো হল। টেবিল টপার রংপুর রাইডার্স এরই মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের বাছাইপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। তবে পরপর দুই ম্যাচে দরবার রাজশাহীর বিপক্ষে হেরেছে তারা। বোর্ডে ১৬ পয়েন্ট নিয়ে রাইডার্স বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে, খুলনা টাইগার্স শেষ ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে হেরেছে ৫ উইকেটে। তবে ব্যাটসম্যানদের মধ্যে মোহাম্মদ নাঈম ছিলেন সেরা, ২৭ বলে ৫১ রান করেন তিনি। বর্তমানে ১০ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে খুলনা টাইগার্স। BPL 2024-25 Dream XI Prediction & Live Streaming: ভারত এবং বাংলাদেশে কোথায় দেখবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ? জেনে নিন ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালসের Dream 11

পিচ রিপোর্ট এবং টস প্রেডিকশন

ঢাকার শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচ ব্যাটসম্যানদের জন্য সহজ পিচ নয়। তবে বল পুরোনো হয়ে গেলে এই পিচ ফাস্ট বোলারদের বিপক্ষে। স্পিনাররা পরের দিকে ভালো টার্ন পায়। এছাড়াও, ভাল ধীর গতির পেসাররা বল নিয়ে এখানে ভালো করতে পারে।

- সাম্প্রতিক রেকর্ডের উপর নির্ভর করে টস জেতা অধিনায়ক এই মাঠে প্রথমে ব্যাট করতে পছন্দ করবেন।

আবহাওয়া- AccuWeather অনুযায়ী, আবহাওয়া কুয়াশাচ্ছন্ন থাকবে; বাতাসের গুণমান খুব অস্বাস্থ্যকর হবে। তাপমাত্রা ২৭ থেকে ১৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং খেলা চলাকালীন বৃষ্টির সম্ভাবনা মাত্র ২৫%।

রংপুর রাইডার্স বনাম খুলনা টাইগার্সের Dream X1 প্রেডিকশন

উইকেটরক্ষক: নুরুল হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন

ব্যাটসম্যান: আফিফ হোসেন, সাইফ হাসান, মোহাম্মদ নাঈম

অলরাউন্ডার: খুশদিল শাহ, ইফতিখার আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নওয়াজ

বোলার: আকিফ জাভেদ, আবু হায়দার

অধিনায়ক অপশন: খুশদিল শাহ/ ইফতিখার আহমেদ

সহ-অধিনায়ক অপশন:মেহেদী হাসান মিরাজ/ মোহাম্মদ নাঈম