জয়পুরের ছোনপ (Chonp) গ্রামে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম তৈরির জন্য রাজস্থান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মউ স্বাক্ষর করেছে বেদান্তের হিন্দুস্তান জিংক লিমিটেড। এই স্টেডিয়ামের জন্য ৩০০ কোটি টাকা খরচ করবে বেদান্তের এইচজেডএল। ভারতের ক্রীড়া পরিকাঠামোয় এটি অন্যতম বড় কর্পোরেট বিনিয়োগ। বেদান্ত রিসোর্স লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অনিল আগরওয়ালের নামে এই আন্তর্জাতিক স্টেডিয়ামের নামকরণ করা হবে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম এবং অস্ট্রেলিয়ার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডের পর এটি হবে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। স্টেডিয়ামটি ১০০ একর জায়গা জুড়ে বিস্তৃত এবং ৭৫,০০০-এরও বেশি আসন ধারণ ক্ষমতা সম্পন্ন হবে।
দেখুন পোস্ট
Vedanta's Hindustan Zinc Limited (HZL) has signed an MoU with the Rajasthan Cricket Association (RCA) for the development of the world's third largest cricket stadium in Chonp village in Jaipur. #Jaipur #Vedanta #HZL #Rajasthan #cricket #stadium #IPL2023 #IPL #tataIPL pic.twitter.com/RIX9cQvKZ1
— The Statesman (@TheStatesmanLtd) March 30, 2023
খেলার মাঠের আয়তনের দিক থেকে এই স্টেডিয়ামটি হবে বিশ্বের বৃহত্তম স্টেডিয়াম। পর্যায়ক্রমে স্টেডিয়ামের কাজ শেষ হবে। ২০২৩-এর অক্টোবরের মধ্যে ৪০ হাজার ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম বানানোর পরিকল্পনা করা হয়েছে। প্রথম পর্যায়ের সামগ্রিক প্রকল্পে খরচ হবে ৪০০ কোটি টাকা, যার মধ্যে ৩০০ কোটি টাকা হিন্দুস্তান জিংক লিমিটেড বহন করবে এবং বাকি ১০০ কোটি টাকা রাজস্থান ক্রিকেট দেবে।
What a day for cricket in our country! Vedanta’s @Hindustan_Zinc has signed an MoU with Rajasthan Cricket Association for building the world’s third largest stadium - Anil Agarwal International Cricket Stadium! Thank you @VaibhavGehlot80 ji for your support throughout this… pic.twitter.com/zrqq2ptzS7
— Priya Agarwal Hebbar (@PriyaAH_Vedanta) March 30, 2023