SA vs AUS (Photo Credit: Proteas Men/ X)

South Africa National Cricket Team vs Australia National Cricket Team, WTC 2025 Final: দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল বনাম অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৫ (WTC 2025)-এর ফাইনাল ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। আজ, ১১ জুন লন্ডনের লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে (Lord's, London) আয়োজিত হয়েছে এই ম্যাচ। যেখানে টেম্বা বাভুমা (Temba Bavuma) দক্ষিণ আফ্রিকার দলের নেতৃত্ব দিচ্ছেন অন্যদিকে, প্যাট কামিন্স (Pat Cummins) অস্ট্রেলিয়ার দলে ক্যাপ্টেন। মেঘলা আকাশ দেখে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। কাগিসো রাবাডা (Kagiso Rabada) পাঁচটি উইকেট নিলে ২১২ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ সেশনে ১৯০/৫ থেকে ২১২ অলআউট হতে বেশী সময় নেয়নি অজিরা। এই সেশনে অ্যালেক্স ক্যারিকে (Alex Carey) সেট হতে না দিয়ে ৩২ রানে বোল্ড করেন কেশব মহারাজ (Keshav Maharaj)। SA vs AUS, WTC 2025 Final Day 1 Live Scorecard: হাফসেঞ্চুরি করে মার্করামের শিকার স্মিথ, ফিফটি করে ক্রিজে ওয়েবস্টার; একনজরে স্কোরকার্ড

দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়া, WTC 2025 Final লাইভ স্কোরকার্ড

এরপর আরেক হাফ সেঞ্চুরিয়ান বিউ ওয়েবস্টার (Beau Webster)-কে আউট করেন রাবাডা। তিনি ৯২ বলে ৭২ রান করেন ১১টি চার মেরে, তারপর একটি লুজ শট মেরে আউট হয়ে ফিরে যান। এরপর প্যাট কামিন্স, মিচেল স্টার্ককে (Mitchell Starc) মাত্র ১ রানে বোল্ড করেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। এরপর নাথান লায়নকে (Nathan Lyon)-কে ফেরান মার্কো জ্যানসেন (Marco Jansen)। এর আগে ম্যাচের প্রথম সেশনে কাগিসো রাবাডা সপ্তম ওভারে জোড়া উইকেট তুলে নেন। ৬.৩ ওভারে তার শিকার হন উসমান খোয়াজা যিনি ২০ বলে ০ রানে ফিরে যান। এরপর ওভারের শেষ বলে ৪ বলে ৩ রানে আউট হন ক্যামরন গ্রিন (Cameron Green)। এছাড়া দ্বিতীয় সেশনে স্টিভ স্মিথের (Steven Smith)-কে আউট করেন এইডেন মার্করাম (Aiden Markram)। তিনি তিনি ১১০ বলে ৬৬ রান করেন ১০টি ছক্কার সাহায্যে। স্মিথ আর বিউ দলের স্কোরকে ৬৭/৪ থেকে ১৪০ অবধি নিয়ে যান।