আজ ৩ মে আইপিএলের ষোড়শ আসরের ৪৬ নম্বর ম্যাচে মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আই এস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। এটি ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ। চলতি মরসুমে পাঞ্জাব কিংসের হয়ে ৯টি ম্যাচের মধ্যে ৫টিতেই জয় পেয়েছে। চেন্নাই সুপার কিংস ও লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে শীর্ষ চারের দৌড়ে রয়েছে তারা। পাঞ্জাবের হোম রেকর্ড খুব একটা ভালো হয়নি এবং তারা টুর্নামেন্টের শেষের দিকে উন্নতি করতে আগ্রহী হবে। অন্যদিকে, মুম্বাই ইন্ডিয়ান্স রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে একটি বড় জয় নিয়ে খেলায় ফিরেছে। জোফরা আর্চারের প্রত্যাবর্তন বোলিং ফ্রন্টে কিছু অত্যাবশ্যকীয় ফায়ারপাওয়ার যোগ করে, মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাটিং ইউনিটও আগের থেকে বেশ ভালো। সেই কারণে পাঞ্জাবের বিরুদ্ধে বড় জয়ের আশায় থাকবে রোহিত শর্মার দল।
Time to 𝑬𝒍𝒆𝒗𝒂𝒕𝒆 our game to the 𝐍𝐞𝐱𝐭 𝐋𝐞𝐯𝐞𝐥! 🔥#PBKSvMI #JazbaHaiPunjabi #SaddaPunjab #TATAIPL pic.twitter.com/xYjQFQ2tEb— Punjab Kings (@PunjabKingsIPL) May 3, 2023
কবে, কোথায় আয়োজিত হবে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ?
৩ মে মুম্বইয়ের মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আই এস বিন্দ্রা স্টেডিয়ামে (Punjab Cricket Association IS Bindra Stadium, Mohali) মুখোমুখি হবে পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স।
কখন থেকে শুরু হবে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ?
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ
সরাসরি টিভিতে পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ দেখতে পাবেন স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স,আইপিএলের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিও সিনেমা (JioCinema) অ্যাপে।