আগামী বছর পাকিস্তানে আয়োজিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) ভারতের অংশগ্রহণ নিয়ে ব্যাখ্যা চেয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (ICC) চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। গত সপ্তাহে খবর বেরিয়েছিল যে আইসিসি পিসিবিকে জানিয়েছিল যে ভারত সরকারের অনুমতি না পাওয়া পর্যন্ত ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে যাবে না। তবে নিজের দেশে টুর্নামেন্ট আয়োজনে অনড় পাকিস্তান ক্রিকেট। আইসিসিকে পিসিবির পাঠানো চিঠির বিষয়বস্তু টুইট করেছেন পাক সংবাদমাধ্যমের কয়েকজন সাংবাদিক। সূত্রের খবর, পাকিস্তানে এই টুর্নামেন্টে ভারতের অংশ না নেওয়ার বিষয়ে বিসিসিআই কবে তাদের জানিয়েছে, তা জানতে চেয়েছে পিসিবি। চিঠিতে আরও বলা হয়েছে যে পিসিবি জানতে চেয়েছে যে বিসিসিআই আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছে কিনা এবং ভারত যদি লিখিতভাবে প্রত্যাখ্যান করে থাকে তবে পিসিবি উদ্ধৃত কারণগুলির বিশদ জানতে চেয়েছে। Champions Trophy 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিসিসিআই-পিসিবির বিতর্কের মাঝে লাহোর ইভেন্ট বাতিল আইসিসির
পিসিবি আইসিসির কাছে তাদের সিদ্ধান্তের কারণ জানতে চেয়ে বিসিসিআইয়ের কাছ থেকে লিখিত একটি চিঠি চেয়েছে। এমনকি তারা জানতে চায় ভারত যে আইসিসি পাকিস্তানে দল পাঠাতে অস্বীকার করেছে সেক্ষেত্রে আইসিসি কীভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আটটি দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। আইসিসির এই টুর্নামেন্টে ভারতের মূলত তাদের গ্রুপ পর্বের তিনটি ম্যাচ লাহোরে খেলার কথা ছিল। তবে আগেই বিষয়টি নিশ্চিত ছিল ভারতের অংশগ্রহণ বোর্ড নয় সরকারী সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ২০০৮ সালের মুম্বই হামলার পরে পাকিস্তান সফরে ভারতের দীর্ঘদিনের অনীহা থেকে এই সমস্যাটি বেড়েছে। গত সপ্তাহে পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি হাইব্রিড পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নাকচ করে দিয়ে দাবি করেন, হাইব্রিড ফরম্যাটে টুর্নামেন্ট আয়োজনের বিষয়ে কোনো আলোচনা হয়নি।