জাতীয় ক্যাম্পে ডাক পাওয়া মহিলা ক্রিকেটারদের দৈনিক ভাতা বন্ধ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই সিদ্ধান্তে হতাশ হয়েছেন দেশের বেশ কয়েকজন খেলোয়াড়। পিসিবির এক কর্মকর্তা বলেন, 'মেয়েদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং সে কারণেই ডিএ বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।' দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হোম সিরিজের জন্য মুলতানে প্রশিক্ষণ শিবিরে অংশ নেওয়া মহিলা ক্রিকেটাররা নতুন নির্দেশটি পছন্দ করছে না। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার সাদা বলের সিরিজ। আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠেয় আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্যই আয়োজিত এই সিরিজ। মহিলা ক্রিকেটারদের রাগের কারণ হল পাকিস্তানের পুরুষ ক্রিকেটারদের খাবার, থাকা-খাওয়ার সঙ্গে দৈনিক ভাতা পাওয়ার সুযোগ রয়েছে। Saleema Imtiaz: প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার হিসেবে মনোনীত সালিমা ইমতিয়াজ
মহিলা দলও একই সুবিধা পেলেও নিয়মে পরিবর্তন এনেছে পিসিবি। চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপে দলগুলোর পাঁচ মেন্টরকে মোটা অঙ্কের বেতনসহ বেশ কয়েকটি প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করছে পিসিবি। এছাড়া ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে স্টেডিয়ামগুলোর সংস্কারের কাজও শুরু করেছে বোর্ড। স্থানীয় এক সংবাদপত্রকে এক মহিলা ক্রিকেটার নাম না প্রকাশ করে বলেন, 'পিসিবি যদি মহিলা ক্রিকেটারদের ডিএ দেয়, তাহলে তাদের আর্থিক অবস্থার কী পরিবর্তন হবে। সিদ্ধান্তটি সঠিক নয় এবং খেলোয়াড়দের সাথে এটি ঠিক নয়। যদিও বোর্ড কর্তারা জানিয়েছেন, সিরিজে নামলে ক্রিকেটাররা ডিএ পাবেন। এক মাস পিছিয়ে যাওয়া নতুন কেন্দ্রীয় চুক্তির অপেক্ষায় আছেন মহিলা ক্রিকেটাররাও। গত বছর ১৯ জন মহিলা ক্রিকেটারকে চুক্তি দেওয়া হয়েছিল।