IND vs PAK, Asia Cup Toss (Photo Credit: TOI Sports/ X)

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পুরুষ ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-এ যোগ দিতে অবশেষে ভারতে যাচ্ছেন পাকিস্তানের সাংবাদিকরা। মঙ্গলবার ভারতীয় দূতাবাসে গণমাধ্যম কর্মীদের জন্য ভিসা প্রসেসিং শুরু হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের (Zaka Ashraf) প্রচেষ্টা এখানে কিছুটা সামিল বলে দাবি কিছু পাকিস্তানের সংবাদমাধ্যমের। তবে রেভ স্পোর্টসের (RevSportz)-এর খবর অনুসারে, করাচি থেকে বেশ কয়েকজন সাংবাদিক ভিসা এজেন্সির কাছ থেকে কনফার্মেশন পেয়েছেন এবং ম্যাচের দিনই তাদের আসার কথা। এছাড়া পিসিবির প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তি অনুসারে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ম্যানেজিং কমিটির চেয়ারম্যান জাকা আশরাফ আগামীকাল ভারত সফরে আসছেন। জাকা আশরাফ জানিয়েছেন, আইসিসি বিশ্বকাপ কভার করার জন্য ভারতীয় ভিসার জন্য পাসপোর্ট জমা দেওয়ার জন্য মিডিয়া কর্মীদের অনুমতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়ার পরে তিনি ভারত সফরের সিদ্ধান্ত নেন। Muhammad Rizwan: গাজায় আক্রান্ত 'ভাই-বোন'দের নিজের অবিশ্বাস্য ইনিংস উৎসর্গ করলেন মহম্মদ রিজওয়ান (দেখুন পোস্ট)

তিনি বলেন, 'আমি আমার ভারত ভ্রমণ বিলম্বিত করেছি এবং পাকিস্তানের সাংবাদিকদের মেগা ইভেন্ট কভার করার জন্য ভিসা পাওয়ার জন্য তাদের পাসপোর্ট জমা দিতে বলা হয়েছে বলে নিশ্চিত হওয়ার পরে আমি আগামীকাল ভ্রমণ করছি। আমি খুশি যে বিদেশ দফতরের সঙ্গে আমার আলোচনা ভিসা বিলম্বের বিষয়ে ইতিবাচক অগ্রগতি অর্জনে সহায়তা করেছে।' তিনি পাকিস্তান দলকে নিয়ে বলেন, 'বিশ্বকাপে এখনও পর্যন্ত দু'টো ম্যাচ জিতে যে ভাবে ক্রিকেটাররা পারফর্ম করেছে, তাতে আমি অত্যন্ত খুশি। পিসিবি ম্যানেজমেন্ট কমিটি এবং গোটা দেশ বিশ্বকাপে সফল অভিযানের জন্য খেলোয়াড়দের পাশে রয়েছে। আমি ভারত সফরে যাচ্ছি দলকে উদ্বুদ্ধ করার জন্য। ভারত প্রতিযোগিতার আগে তাদের কাছে আমার বার্তা হবে নির্ভয়ে খেলা।'