Pakistan Shaheens vs Bangladesh A, Top End T20 2025 (Photo Credit: @cricketangon/ X)

Pakistan Shaheens vs Bangladesh A, Top End T20 2025 Live Streaming: পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ (Top End T20 2025)-এর প্রথম ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৪ আগস্ট মুখোমুখি হবে Pakistan Shaheens বনাম Bangladesh A। ডারউইনের টিআইও স্টেডিয়ামে (TIO Stadium, Darwin) আয়োজিত হয়েছে এই ম্যাচ। টপ এন্ড টি২০ সিরিজ ২০২৫ মোট ১০ দিন চলবে। এই প্রতিযোগিতায় ১১টি দল অংশগ্রহণ করবে যেখানে প্রতিটি দলে ছয়টি গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলবে। টুর্নামেন্ট জুড়ে ৩৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে এরপর শুরু হবে নকআউটের দৌড়। পয়েন্টস টেবিলের শীর্ষ চারটি দল সেমিফাইনালে স্থান পাওয়ার যোগ্য হবে এবং বিজয়ীরা ২৪ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে। গতবারের মতো এবারও অংশগ্রহণ করছে বাংলাদেশ এবং পাকিস্তানের এ দল। WI vs PAK 3rd ODI Scorecard: পাকিস্তানকে ২০২ রানে হারিয়ে ৩৪ বছর পর সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের

পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫

বাংলাদেশ এ স্কোয়াডঃ জিশান আলম, মহম্মদ নাঈম, ইয়াসির আলী, আফিফ হোসেন, মাহফুজুর রহমান রবি, সাইফ হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন (উইকেটরক্ষক), নুরুল হাসান (উইকেটরক্ষক), হাসান মাহমুদ, মৃত্যুঞ্জয় চৌধুরী, মাসফিক হাসান, নাঈম হাসান, রাকিবুল হাসান, রিপন মণ্ডল, তুফায়েল আহমেদ।

পাকিস্তান শাহিনস স্কোয়াডঃ আবদুল সামাদ, ইরফান খান, মোহাম্মদ ফাইয়াক, ইয়াসির খান, মাজ সাদাকাত, মুবাসির খান, সাদ মাসুদ, গাজী ঘোরি (উইকেটরক্ষক) খোয়াজা নাফে (উইকেটরক্ষক) আহমেদ দানিয়াল, ফয়সাল আকরাম, মেহরান মুমতাজ, মোহাম্মদ ওয়াসিম, শহীদ আজিজ, উবেদ শাহ।

টপ এন্ড টি২০ ২০২৫ সিরিজের সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ ম্যাচ?

১৪ আগস্ট ডারউইনের টিআইও স্টেডিয়ামে (TIO Stadium, Darwin) আয়োজিত হবে পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ ম্যাচ?

পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩টেয় এবং বাংলাদেশ সময় দুপুর ৩ঃ৩০টেয়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ ম্যাচ?

পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ ম্যাচ ভারতে সরাসরি সম্প্রচার করা হবে না। তবে বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টসে (T Sports)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ ম্যাচ

পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ এ, টপ এন্ড টি২০ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে এবং বাংলাদেশে সরাসরি সম্প্রচার করা হবে ফ্যানকোড অ্যাপে (FanCode App)।