রাওয়ালপিন্ডি টেস্টে দ্বিতীয় দিনের শেষে 'অ্যাডভান্টেজ' পাকিস্তান। ১-১ দাঁড়িয়ে থাকা তিন ম্যাচের টেস্ট সিরিজের শেষ খেলায় বেন স্টোকসদের বিরুদ্ধে শান মাসুদের দল এখন সুবিধাজনক অবস্থায়। প্রথম ইনিংসে ৭৭ রানে লিড নেওয়ার পর, দ্বিতীয় ইনিংসে মাত্র ২৪ রানের মধ্যে ইংল্যান্ডের তিন উইকেট তুলে নিয়েছেন পাক বোলাররা। এখনও ৫৩ রানে পিছিয়ে ইংল্যান্ডের হাতে রয়েছে মাত্র ৭ উইকেট। দিনের শেষে অপরাজিত অবস্থায় মাঠ ছাড়েন হ্যারি ব্রুক (৩) ও জো রুট। টপ অর্ডারের তিন ব্যাটার- দুই ওপেনার জ্যাক ক্রাউলে (২), বেন ডাকেট (১২) ও তিনে নামা ওলি পোপ (১) আউট হয়ে গিয়েছেন। মাত্র ৯ ওভার বল করেই পাকিস্তানের স্পিনাররা বল ঘোরাতে শুরু করে তিনটি সফলতা পেয়েছেন। বাঁ হাতি স্পিনার নোমান আলি ৯ রান দিয়ে ২টি ও অফ স্পিনার সাজিদ খান ১৪ রান দিয়ে ১টি উইকেট পান।
তবে খেলার আসল মোড় ঘোরানো ইনিংসটা খেলেন পাকিস্তানর সাউদ শাকিল। একটা সময় ১৫১ রানের মধ্যে অর্ধেক ইনিংস হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। তখন মনে হচ্ছিল বড় লিড নিয়েই দ্বিতীয় ইনিংসে খেলবেন স্টোকস-রা। কিন্তু পাঁচ নম্বরে নেমে শাকেল ১৩৪ রানের যে অনবদ্য ইনিংসটা খেললেন তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। টি-২০-র বিস্ফোরক ব্যাটিংয়ের প্রভাব এখনও টেস্টেও পড়েছে, কিন্তু শাকেল একেবারে ট্র্যাডিশানাল টেস্ট ইনিংস খেলে তার ১৩৪ রানের ইনিংসে মাত্র ৫টা বাউন্ডারি মারলেন, কোনও ওভার বাউন্ডারি মারেননি। শেষের দিকরে শাকেল-কে দারুণ সহয়তা করেন আট নম্বরে নামা নওমন আলি (৪৫) ও ৯ নম্বরে নামা সাজিদ খান (৪৮ অপরাজিত)। পাকিস্তান শেষ উইকেটে যোগ করে ১৬৭ রান। ৭ উইকেটে ১৭৭ থেকে পাকিস্তানের প্রথম ইনিংস শেষ হয় ১৬৭ রানে। ইংল্যান্ডের স্পিনার রেহান আহমেদ ৬৬ রানে ৪টি ও শোয়েব বাশির ১২৯ রানে ৩টি উইকেট নেন। গাস অ্যাটকিনসন দুটি ও জ্যাক লিচ ১টি উইকেট পান। আরও পড়ুন- বেঙ্গালুরু টেস্টে চালকের আসনে কিউইরা, দেশের মাটিতে সিরিজ হারের লজ্জার মুখে রোহিত শর্মা-রা
দ্বিতীয় দিনের শেষে সুবিধাজনক অবস্থায় পাকিস্তান
Pakistan are in the driving seat in Rawalpindi after an impressive fightback with the bat 👌#WTC25 | #PAKvENG: https://t.co/UMPZPsfuDC pic.twitter.com/xJ9MCgxrpD
— ICC (@ICC) October 25, 2024
কাল, রবিবার রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে ইংল্যান্ডের লক্ষ্য হবে অন্তত ২০০ রানের লিড নিশ্চিত করা। আর নোমাল আলিদের দিকে তাকিয়ে পাকিস্তান ১৫০ রানের মধ্যে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস গুঁটিয়ে দিতে। এই টেস্টে যারাই জিতবে, তারই সিরিজ পকেটে পুড়বে।