চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ তাদের সরকারের অনুমোদনের ওপর নির্ভর করছে। ESPNcricinfo-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি গত সপ্তাহে সব অংশগ্রহণকারী দেশের জন্য একটি খসড়া সূচি প্রকাশের পর আইসিসিকে চিঠি লিখে জানিয়েছেন যে তারা একতরফাভাবে সূচি অনুমোদন করতে পারবে না। তিনি বলেন, 'আমরা আইসিসিকে চিঠি দিয়েছি যে আমরা এই (বিশ্বকাপের সূচি) অনুমোদন বা অস্বীকৃতি দিতে পারি না। আমাদের সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে, ঠিক যেমন ভারতের কথা আসে, তখন তাদের সরকারই সিদ্ধান্ত নেয় যে তারা কখন খেলতে যাবে। তিনি আরও যোগ করে বলেন, 'আহমেদাবাদে আমরা খেলব কি না, তা নিয়ে প্রশ্ন করার কোনো মানে হয় না। যখন সময় আসবে, প্রথমে সিদ্ধান্ত নেওয়া হবে আমরা যাচ্ছি কি না, তারপর সরকার সিদ্ধান্ত নেবে আমরা কোথায় যাব।'
"It's our government who has to decide, just like when it comes to India, it's their government that decides when they go to play" #ODIWorldCuphttps://t.co/4QdX0dl3GC
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 17, 2023
খসড়া সূচি অনুযায়ী, আগামী ৫ অক্টোবর থেকে ভারতের একাধিক শহরে বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগামী ১৫ অক্টোবর আহমেদাবাদে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। টুর্নামেন্টের লিগ পর্বে মোট পাঁচটি শহরে খেলার কথা রয়েছে পাকিস্তানের। আগামী ৩১ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ দিয়ে আগামী কয়েক মাসে বেশ কয়েকবার মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। টুর্নামেন্টটি হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে, যার চারটি ম্যাচ পাকিস্তানে অনুষ্ঠিত হবে এবং বাকি নয়টি ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।