BAN Test Squad (Photo Credit: @DSBcricket/ X)

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের কারণে আগামী ১৭ আগস্ট পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের। প্রয়োজনে ওই তারিখের আগেই বাংলাদেশের জন্য আয়োজন করতে প্রস্তুত হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB)। পিসিবির এই সুপারিশের পেছনে রয়েছে বাংলাদেশে চলমান ধারাবাহিক অস্থিরতা। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) এখনো কোনো জবাব দেয়নি। বাংলাদেশের স্থানীয় সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের খবর অনুযায়ী, রাওয়ালপিন্ডিতে অনুশীলনের জন্য বাংলাদেশ দলকে প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা ও নিরাপত্তা দিতে প্রস্তুত পাকিস্তান বোর্ড। আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে বাংলাদেশে টাইগারদের দেশের চরম অরাজকতায় অনুশীলনে বাধা পড়েছে। প্রস্তুতিতে যাতে কোনো ঘাটতি না হয় তাই এগিয়ে আসতে চাইছে পাকিস্তান। পিসিবির এক কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, প্রস্তাবটি এরই মধ্যে বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে। Shakib Al Hasan Accused: সাকিব আল হাসানের থেকে ১ কোটি টাকা পাওনার আরোপ বাংলাদেশের কাঁকড়া ব্যবসায়ীদের

পিটিআই সূত্রে খবর সরকার পতনের পর বাংলাদেশের বাইরে রয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বিদায়ী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। এদিকে সরকারের পতনের পর কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে বিসিবি। বিসিবি প্রাঙ্গণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য নিষিদ্ধ। সেই সময় প্রতিবাদরত অনেক ক্রিকেট সংগঠক বোর্ডকে সম্বোধন করে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন। রাজনৈতিক দলগুলি তাদের স্লোগান মিছিল করছে। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে পরিস্থিতি কিছুটা চিন্তার।

জাতীয় দলের প্রস্তুতি এখনো শুরু না হলেও 'এ' দলের প্রস্তুতি শুরু হয়েছে। তবে এটি এক থেকে দুই দিনের মধ্যে শুরু হওয়া উচিত। বিসিবি পাকিস্তানের প্রাথমিক সফরের প্রস্তাব গ্রহণ করার সিদ্ধান্ত নেয় কিনা তা এখনও জানা নেই। বাংলাদেশের অস্থিতিশীলতার কারণে দেশের 'এ' দলের পাকিস্তান সফর স্থগিত করা হয়েছে। আগামী ১০ আগস্ট পাকিস্তানে পা রাখবেন 'এ' দলের ক্রিকেটাররা, যেখানে উপস্থিত রয়েছেন টেস্ট দলের অনেক সদস্যও। ১৩ আগস্ট প্রথম চারদিনের ম্যাচ, ২০ আগস্ট দ্বিতীয় চারদিনের ম্যাচ, ২৬, ২৮ ও ৩০ আগস্ট তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ 'এ' দল।