
NZ vs PAK 1st T20I Scorecard: ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই ম্যাচে কিউই দল টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় এবং পুরো পাকিস্তান দল ১৮.৪ ওভারে মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। এরপর নিউজিল্যান্ড সহজেই ৯২ রানের লক্ষ্য তাড়া করে মাত্র এক উইকেট হারিয়ে ৯.৫ ওভার বাকি থাকতেই ম্যাচ শেষ করে দেয়। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে আয়োজক নিউজিল্যান্ড। ১৮ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস হেরে প্রথমে ব্যাট করা পাকিস্তানের শুরুটা ছিল খুবই খারাপ। ৪.৪ ওভারে মাত্র ১১ রানে শীর্ষ চার ব্যাটসম্যানকে হারায় তারা। প্যাভিলিয়নে ফেরার আগে মহম্মদ হারিস ০, হাসান নওয়াজ ০, ইরফান খান ১ ও শাদাব খান ৩ রান করেন। NZ vs PAK T20I Series Live Streaming: শুরু হতে চলেছে নিউজিল্যান্ড বনাম পাকিস্তান সিরিজ, কোথায় সরাসরি দেখবেন এই ম্যাচ?
নিউজিল্যান্ড বনাম পাকিস্তান প্রথম টি২০ স্কোরকার্ড
New Zealand win the first match by nine wickets.
The second T20I will take place on Tuesday 🗓️#NZvPAK | #BackTheBoysInGreen pic.twitter.com/v4Mq81v6YS
— Pakistan Cricket (@TheRealPCB) March 16, 2025
এরপর উইকেট পড়তে থাকে এবং ১৮.৪ ওভারে মাত্র ৯১ রানে গুটিয়ে যায় পুরো দল। ৩২ রান করেন খুশদিল। আর কোনো ব্যাটসম্যান ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে জ্যাকব ডাফি ৪টি, জেমিসন ৩টি ও ইশ সোধি ২টি উইকেট নেন। পাকিস্তানের ৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা ছিল দুর্দান্ত। নিউজিল্যান্ডের পক্ষে একমাত্র উইকেটটি ৫৩ রানে পড়ে। সেখানে টিম সেইফার্ট আউট হন। ৪৪ রান করে আবরার আহমেদের বলে মহম্মদ হারিসের হাতে ধরা পড়েন টিম। এরপর টিম রবিনসন ১৮ ও ফিন অ্যালেন ২৯ রানের অবদান রেখে কিউই দলকে ৯ উইকেটের সহজ জয় এনে দেন।