Pakistan Women National Cricket Team vs South Africa Women National Cricket Team, Live Streaming: পাকিস্তান মহিলা জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা জাতীয় ক্রিকেট দল, ওয়ানডে সিরিজ ২০২৫ (ODI 2025)-এর দ্বিতীয় ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১৯ সেপ্টেম্বর মুখোমুখি হবে PAK W বনাম SA W। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। দক্ষিণ আফ্রিকা মহিলা প্রথম ওয়ানডে ম্যাচ ৮ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে। দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ১২০ রান করেছেন মারিজান কাপ (Marizanne Kapp) এছাড়া সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন আয়াবোঙ্গা খাকা (Ayabonga Khaka)। অন্যদিকে, পাকিস্তান মহিলা দলের হয়ে সর্বোচ্চ ১২১ রান করেছেন সিদ্রা আমিন (Sidra Ameen) এবং সর্বোচ্চ ১ উইকেট নিয়েছেন রামিন শামীম (Rameen Shamim)। Smriti Mandhana Record: প্রথম এশিয়ান ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য রেকর্ড স্মৃতি মান্ধানার
পাকিস্তান মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
After a commanding display in the series opener, our Proteas Women are primed to tighten their grip in the second ODI and go for the series win. 💪🇿🇦
Catch every moment of the action live on SuperSport! 📺 #AlwaysRising #WozaNawe pic.twitter.com/saby7l1o44
— Proteas Women (@ProteasWomenCSA) September 19, 2025
পাকিস্তান মহিলা স্কোয়াডঃ মুনিবা আলী, শাওয়াল জুলফিকার, সিদ্রা আমিন, আলিয়া রিয়াজ, ফাতিমা সানা (অধিনায়ক), নাতালিয়া পারভেজ, সিদ্রা নওয়াজ (উইকেটরক্ষক), রামিন শামিম, ডায়ানা বেগ, নাশরা সান্ধু, সাদিয়া ইকবাল, ওমাইমা সোহেল, সৈয়দা আরুব শাহ, সাদফ শামাস, ইমান ফাতিমা।
দক্ষিণ আফ্রিকা মহিলা স্কোয়াডঃ লরা ওলভার্ট (অধিনায়ক), তাজমিন ব্রিটস, সুনে লুয়াস, মারিজান কাপ, অ্যানেরি ডার্কসেন, মিয়াঁ স্মিট, সিনালো জাফতা (উইকেটরক্ষক), নন্ডুমিসো শাঙ্গাসে, আয়াবোঙ্গা খাকা, ননকুলুলেকো মালাবা, টুমি সেখুকুনে, ক্লো ট্রিয়ন, মাসাবাতা ক্লাস, আনেকে বশ, নাদিন ডি ক্লার্ক, কারাবো মেসো
পাকিস্তান মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, ওয়ানডে সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
১৮ সেপ্টেম্বর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হবে পাকিস্তান মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে পাকিস্তান মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
পাকিস্তান মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ বিকেল ৪টায়।
ভারতে কোথায় দেখবেন পাকিস্তান মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
পাকিস্তান মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ
পাকিস্তান মহিলা বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা, দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে Sports TV YouTube চ্যানেলে।