Shan Masood (Photo Credit: ESPNCricinfo/ X)

Pakistan National Cricket Team vs South Africa National Cricket Team: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১২ অক্টোবর ম্যাচের প্রথম দিনে মুখোমুখি হবে PAK বনাম SA। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। পাকিস্তানের অধিনায়কের দায়িত্বে রয়েছেন শান মাসুদ (Shan Masood)। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার অধিনায়কের দায়িত্বে রয়েছেন এইডেন মার্করাম (Aiden Markram)। লাহোরের ফ্ল্যাট পিচের কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পিচ রিপোর্টও বলছে এই পিচ খুবই শুকনো এবং এখানে ফাটল রয়েছে বেশ কয়েকটি, তাই এই সিদ্ধান্তটি সঠিক বলে মনে হচ্ছে। PAK vs SA 1st Test Live Streaming: পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট; সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে

পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট টস আপডেট

দক্ষিণ আফ্রিকার প্লেয়িং ইলেভেন: টনি ডি জোরজি, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, এইডেন মার্করাম (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, দেওয়াল্ড ব্রেভিস, কাইল ভেরিন (উইকেটরক্ষক), সেনুরান মুথুস্বামি, প্রেনেলান সুব্রয়েন, কাগিসো রাবাদা, সাইমন হার্মার।

পাকিস্তানের প্লেয়িং ইলেভেন: ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সলমন আগা, হাসান আলি, শাহিন আফ্রিদি, নোমান আলি, সাজিদ খান।