Pakistan National Cricket Team vs South Africa National Cricket Team, Live Streaming: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দল, টেস্ট সিরিজ ২০২৫ (Test Series 2025)-এর প্রথম টেস্ট ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১২ অক্টোবর ম্যাচের প্রথম দিনে মুখোমুখি হবে PAK বনাম SA। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হয়েছে এই ম্যাচ। পাকিস্তান ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপরীতে শেষ দুইটি হোম টেস্ট সিরিজের পর আত্মবিশ্বাসী হবে। শান মাসুদের (Shan Masood) নেতৃত্বে পাকিস্তান শেষ কয়েকটি হোম সিরিজে বেশ ভালো করেছে এবং তারা এখন প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেরাটা দিতে চাইবে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা নতুন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র দাপট দিয়ে শুরু করতে চাইবে। লর্ডসে এই বছর জুনে অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। IND vs WI 2nd Test Day 3 Live Streaming: ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন; সরাসরি দেখুন ভারতে
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট ম্যাচ
A new chapter in the subcontinent. ✍️#TheProteas Men take on Pakistan in the first Test as they set out to defend the World Test Championship mace. 🏏
Catch every ball live on SuperSport! 📺 pic.twitter.com/foriL8cIov
— Proteas Men (@ProteasMenCSA) October 12, 2025
পাকিস্তান স্কোয়াডঃ শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গোলাম, সৌদ শাকিল, মহম্মদ রিজওয়ান, সলমন আগা, সাজিদ খান, আবরার আহমেদ, খুররম শাহজাদ, আসিফ আফ্রিদি, ইমাম-উল-হক, হাসান আলী, শাহিন আফ্রিদি, রোহেল নাজির, নোমান আলী।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াডঃ এইডেন মার্করাম (অধিনায়ক), রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহাম, করবিন বশ, কাইল ভেরিন (উইকেটরক্ষক), মার্কো জ্যানসেন, সেনুরান মুথুস্বামী, সাইমন হার্মার, কাগিসো রাবাডা, জুবায়ের হামজা, টনি ডি জোরজি, দেওয়াল্ড ব্রেভিস, প্রেনেলান সুব্রয়েন।
ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট ম্যাচ?
১২ অক্টোবর লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট ম্যাচ।
কখন থেকে শুরু হবে হবে পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সকাল ১০ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় সকাল ১১টায়।
ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট ম্যাচ?
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না, তবে বাংলাদেশে দেখা যাবে টি-স্পোর্টসে (T Sports)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট ম্যাচ
পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা, প্রথম টেস্ট ম্যাচ ভারতে অনলাইনেও দেখা যাবে না, বাংলাদেশে দেখা যাবে Tapamad অ্যাপে।