PAK vs OMAN, Asia Cup 2025 (Photo Credit: @AamerGorsi/ X)

Pakistan National Cricket Team vs Oman National Cricket Team, Live Streaming: পাকিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম ওমান জাতীয় ক্রিকেট দল, এশিয়া কাপ ২০২৫ (Asia Cup 2025)-এর চার নম্বর টি২০ ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, ১২ সেপ্টেম্বর মুখোমুখি হবে PAK বনাম OMAN। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হয়েছে এই ম্যাচ। পাকিস্তান তাদের তৃতীয় এশিয়া কাপ ট্রফির সন্ধানে প্রথম ম্যাচ খেলবে। শেষবার টি২০ সংস্করণে তারা তিন বছর আগে রানার্স-আপ হয়। দুবাইয়ে আয়োজিত সেই টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার কাছে ২৩ রানে হেরে যায় তারা। ওমানের বিপক্ষে জয় দিয়ে তাদের প্রথম টি২০ ফরম্যাটে ট্রফি জয়ের আশা আরও বাড়াতে চাইবে তারা। খাতায় কলমে শক্তিশালী পাকিস্তানের সামনে থাকা ওমান এই টুর্নামেন্টে তাদের প্রথমবার উপস্থিত হয়েছে। PAK vs OMAN, Asia Cup 2025 Dream11 Prediction: পাকিস্তান বনাম ওমান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচে এগিয়ে কে? একনজরে Dream11 Prediction

পাকিস্তান বনাম ওমান, এশিয়া কাপ ২০২৫

এশিয়া কাপ ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম ওমান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

১২ সেপ্টেম্বর দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে (Dubai International Cricket Stadium, Dubai) আয়োজিত হবে পাকিস্তান বনাম ওমান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে হবে পাকিস্তান বনাম ওমান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

পাকিস্তান বনাম ওমান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় আজ রাত ৮টায়।

ভারতে এবং বাংলাদেশে টিভিতে কোথায় দেখবেন পাকিস্তান বনাম ওমান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ?

পাকিস্তান বনাম ওমান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে Sony Sports 1, Sony Sports 3 (Hindi) এবং Sony Sports 5 চ্যানেলে।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান বনাম ওমান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ

পাকিস্তান বনাম ওমান, এশিয়া কাপ ২০২৫ ম্যাচ অনলাইনে ভারতে সরাসরি সম্প্রচার করা হবে SonyLIV অ্যাপে।