প্রথম একদিনের ম্যাচে ছয় উইকেটের জয় লাভ করে স্বাগতিকরা, দ্বিতীয় ম্যাচে বাবর আজমের (Babar Azam) নেতৃত্বাধীন দলটি ২৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতার শিকার হয়। অধিনায়ক কেন উইলিয়ামসন (Kane Williamson) ও ডেভন কনওয়ের (Devon Conway) ১৮১ রানের পার্টনারশিপের পরেও ২৬১ রানে অলআউট হয়ে যায় তাঁরা,সেই রান তাড়া করতে নেমে প্রত্যাশা পূরণ করতে পারেনি পাকিস্তান। যেখানে ম্যাচ বাঁচাতে ম্যান ইন গ্রিনের হয়ে অধিনায়ক বাবর আজম ১১৪ বলে ৭৯ রান করেন। কিউই বোলাররা দ্বিতীয় ইনিংসে বল হাতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এবং এই একদিনের ম্যাচের সিরিজে নিজেদের দলকে বাঁচিয়ে রাখতে পেরেছে।
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ?
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে (National Stadium, Karachi) পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচটি আয়োজিত হবে।
কখন থেকে পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ?
পাকিস্তান বনাম নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ৩ঃ০০ টেয়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন খেলা
সরাসরি অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv App) অ্যাপে।
With the series all squared at 1️⃣-1️⃣, it’s all to play for in an epic showdown ?
Who will have the final say of the tour? ??
Stream #PAKvNZ 3️⃣rd ODI action, LIVE on #SonyLIV pic.twitter.com/wdFmoe3Jqv
— Sony LIV (@SonyLIV) January 13, 2023