পার্থ টেস্টের দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় বেশ ভালো খেলেছে পাকিস্তান কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেক। দিনের শুরুতেই ৩৪ রানে অজি উইকেটরক্ষক ক্যারিকে বোল্ড করে দেন আমির জামাল। এরপর স্টার্ককে যখন ১২ রানে ফের বোল্ড আউট করেন আমির তখন অস্ট্রেলিয়ার স্কোর ৪৫০-এর কাছাকাছি এবং মিচেল মার্শও নিজের জায়গা মজবুত করে নিয়েছেন। খুররম শেহজাদ যখন মিচেল মার্শকে ফেরান তখন তিনি তাঁর শতক থেকে ১০ রান দূরে। এরপর কামিন্সকে ৯ এবং লায়নকে ৫ রানে আউট করতে বেশী সময় নেননি আমির জামাল। পাকিস্তানের ১৪তম ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টেই ৫ উইকেট শিকার করলেন আমির জামাল। পার্থ টেস্টের দ্বিতীয় দিনে আমির ১১১ রানে ৬ উইকেট নেন যা অভিষেকে পাক ক্রিকেটার হিসেবে ষষ্ঠ সেরা পরিসংখ্যান। ZIM vs IRE 2nd ODI: জিম্বাবয়ে বনাম আয়ারল্যান্ড দ্বিতীয় ওয়ানডে, সরাসরি দেখুন ভারত এবং বাংলাদেশে
6️⃣ wickets for Aamir Jamal! Sixth-best bowling figures by a 🇵🇰 player on Test debut 👏
Australia are all out for 487 in their first innings 🏏#AUSvPAK pic.twitter.com/KQSTrfivpt
— Pakistan Cricket (@TheRealPCB) December 15, 2023
এরপর ব্যাট করতে নেমে আবদুল্লাহ শাফিক এবং ইমাম উল হক দুজনেই ধীর কিন্তু স্থিতিশীল ভাবে খেলা শুরু করেন। অজি স্পিনার নাথান লায়ান অ্যাসেজে চোট পেয়ে বাদ পড়ার পর ফিরে এসেই ৪২ রানে আবদুল্লাহ শাফিককে ফেরান। এরপর ব্যাট করতে আসেন অধিনায়ক শান মাসুদ। প্রধানমন্ত্রীর একাদশের বিপক্ষে দ্বিশত রান করায় তাঁর থেকে ভালো খেলার আশা করা হলেও তিনি অসফল হন এবং দ্রুত খেললেও স্টার্ককে ক্যাচ দিয়ে ৪৩ বলে ৩০ রান করে ফিরে যান। আজকের দিনের খেলা শেষের দিকে থাকায় বাবর আজমকে আর ব্যাট করতে পাঠায়নি পাক দল তাঁর বদলে ব্যাট করতে আসেন খুররাম শেহজাদ, যিনি শেষ পর্যন্ত উইকেট না দিয়ে টিকে থাকতে সক্ষম হন। আগামীকাল ব্যাট করতে নামবেন ১৩৬ বলে ৩৮ রান করা ইমাম এবং ১৮ বলে ৭ রান করা খুররাম। আজ খেলা শেষ পাকিস্তানের স্কোর ২ উইকেটে ১৩২ রান।
দেখুন স্কোরকার্ড
Following Aamir Jamal's six-fer, Pakistan finish Day Two at 132-2 trailing by 355 runs 🏏#AUSvPAK pic.twitter.com/sHCrsjYqic— Pakistan Cricket (@TheRealPCB) December 15, 2023