BAN 'A' at Practice in Islamabad (Photo Credit: Bangladesh Cricket/ X)

বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের জন্য ১৪ সদস্যের পাকিস্তান দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২৬ আগস্ট, দ্বিতীয় ও তৃতীয় ৫০ ওভারের ম্যাচ হবে যথাক্রমে ২৮ ও ৩০ আগস্ট। অস্ট্রেলিয়ার ডারউইনে সম্প্রতি ৫০ ওভার ও টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে শাহীনদের দলের ১২ জন ক্রিকেটারের অধিনায়কত্ব করবেন উইকেটরক্ষক-ব্যাটার মহম্মদ হারিস। ইসলামাবাদে আয়োজিত পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' র সিরিজ ড্র হওয়ার পর বাংলাদেশ ক্রিকেটও দল ঘোষণা করেছে। বাংলাদেশ 'এ' দলের অধিনায়কের দায়িত্বে আছেন তৌহিদ হৃদয়। ভূমিকায় এসে তিনি বলেন, 'বাংলাদেশ 'এ' দলকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত এবং এই সিরিজে উল্লেখযোগ্য পারফরম্যান্সে দলকে অনুপ্রাণিত করার অপেক্ষায় রয়েছি। আমাদের বেশিরভাগ খেলোয়াড় স্থানীয় কন্ডিশনের অভিজ্ঞতা অর্জন করেছে এবং গত দুই সপ্তাহে ভাল অনুশীলন করেছে।' Tanvir Ahmed Slams Shaheen-Naseem: 'দেখে মনে হচ্ছে ৩৫ বছরের পেসার, বাংলাদেশের বিপক্ষে পাক পেসারদের বোলিংয়ে ক্ষুব্ধ তানভীর আহমেদ

পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' ওয়ানডে সিরিজের সূচি

২৬ আগস্ট- প্রথম ওয়ানডে ম্যাচ, ইসলামাবাদ ক্লাব

২৮ আগস্ট- দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, ইসলামাবাদ ক্লাব

৩০ আগস্ট– তৃতীয় ওয়ানডে ম্যাচ, ইসলামাবাদ ক্লাব

বাংলাদেশ 'এ' দলঃ তৌহিদ হৃদয় (অধিনায়ক), আনামুল হক, হাসান মুরাদ, জাকির আলী, মেহেদী হাসান, মাহিদুল ইসলাম (উইকেটরক্ষক), মহম্মদ নাইম, মোসাদ্দেক হোসেন, রেজাউর রহমান রাজা, রিশাদ হোসেন, রুয়েল মিয়া, সাইফ হাসান, সৌম্য সরকার, তানজিম হাসান সাকিব।

পাকিস্তান শাহিনস দলঃ মহম্মদ হারিস (অধিনায়ক/উইকেটরক্ষক), আবদুল ফাসিহ, আরাফাত মিনহাস, আজান আওয়াইস, ফয়সাল আকরাম, হাসিবুল্লাহ (উইকেটরক্ষক), জাহানদাদ খান, মেহরান মুমতাজ, মহম্মদ আব্বাস আফ্রিদি, মুহম্মদ ইরফান খান, মোহাম্মদ ইমরান জুনিয়র, মুবাসির খান, ওমর বিন ইউসুফ ও উসমান খান।