Pakistan Shaheens vs Bangladesh 'A' 2nd ODI: পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি বুধবার, ২৮ আগস্ট আয়োজিত হবে। প্রথম আনঅফিসিয়াল ওয়ানডেতে ৮ উইকেটের বিশাল জয়ের পর আজ ২৮ আগস্ট তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় আনঅফিসিয়াল ওয়ানডেতে বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান 'এ' দল। ইসলামাবাদের ক্লাব ক্রিকেট ওভালে আয়োজিত হবে সিরিজের দ্বিতীয় ম্যাচটি। পাকিস্তান 'এ' দলের বিপক্ষে এই ম্যাচে জয় দিয়ে সিরিজে সমতায় ফেরানোর দিকে নজর থাকবে তৌহিদ হৃদয়ের নেতৃত্বাধীন বাংলাদেশ 'এ' দলের। গত ম্যাচের ৮ উইকেটের পরাজয় থেকে ঘুরে দাঁড়িয়ে ১-১ ব্যবধানে সিরিজে সমতা এনে তৃতীয় আনঅফিসিয়াল ওয়ানডেকে নির্ণায়ক ম্যাচ করতে চাইবে তারা। অন্যদিকে, তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা আয়োজকরা এই ম্যাচটি জিতে এগিয়ে যেতে চাইবে। শেষ খেলায়, মহম্মদ হারিসের নেতৃত্বাধীন দলটি সফরকারীদের পুরোপুরি ছাড়িয়ে যায় এবং প্রথম ইনিংসে তাদের ১৮৩ রানে গুটিয়ে দেয় এবং ২৭.৫ ওভারে স্বাচ্ছন্দ্যে লক্ষ্য তাড়া করে নেয়। Bangladesh Cricket Team: রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ের আনন্দে বাংলাদেশের ড্রেসিংরুমে সাকিবদের উচ্ছ্বাস, দেখুন ভিডিয়ো
পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' দ্বিতীয় ওয়ানডে
Pakistan Shaheens 🆚 Bangladesh A
2nd One-day | 28 August, 2024 | Islamabad | Time: 11:00 AM (BST)#BCB #Cricket #BDCricket #Bangladesh pic.twitter.com/K1YJ3g6K8m
— Bangladesh Cricket (@BCBtigers) August 27, 2024
পাকিস্তান শাহিনস- মহম্মদ হারিস (অধিনায়ক) হাসিবুল্লাহ খান, ওমর ইউসুফ, উসমান খান, ইরফান খান, আবদুল ফাসিহ, মুবাসির খান, মেহরান মুমতাজ, জে খান, আব্বাস আফ্রিদি, মহম্মদ ইমরান। বেঞ্চঃ আজান আওয়াইস, আরাফাত মিনহাস, ফয়সাল আকরাম।
বাংলাদেশ 'এ'- তৌহিদ হৃদয় (অধিনায়ক) মাহিদুল ইসলাম আনকন, জাকির আলী (উইকেটরক্ষক) সাইফ হাসান, সৌম্য সরকার, মেহেদী হাসান, এম হোসেন, তানজিম হাসান সাকিব, রুয়েল মিয়া, রিশাদ হোসেন, রেজাউর রহমান রাজা। বেঞ্চঃ এন শেখ, আনামুল হক এনাম, হাসান মুরাদ।
কবে, কোথায় আয়োজিত হবে পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
২৮ আগস্ট ইসলামাবাদের ক্লাব ক্রিকেট ওভালে (Islamabad Club Cricket Oval) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ'।
কখন থেকে শুরু হবে পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' দ্বিতীয় ওয়ানডে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ সকাল ১১টায় এবং ভারতীয় সময় সকাল ১০ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি ভারতে টেলিভিশনে সম্প্রচার করা হবে না।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' দ্বিতীয় ওয়ানডে ম্যাচ?
পাকিস্তান শাহিনস বনাম বাংলাদেশ 'এ' দ্বিতীয় ওয়ানডে ম্যাচ অনলাইনে দেখা যাবে LIVE CRICKET 360- YouTube চ্যানেলে।