IPL 2022: করোনা সংক্রমণ পিছু ছাড়ছে না দিল্লি ক্যাপিটালসের, এবার সংক্রমিত নেট বোলার
Delhi Capitals (Photo: Twitter)

করোনা সংক্রমণ (Covid-19) পিছু ছাড়ছে না দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) দলের। দলের এক নেট বোলার (Net Bowler) কোভিড আক্রান্ত হয়েছেন। জানা গিয়েছে যে রিপোর্ট পজিটিভ আসতেই ওই নেট বোলারকে আইসোলেশনে পাঠানো হয়েছে। আরেক বোলারকেও আলাদা করে দেওয়া হয়েছে। কারণ তিনি করোনা আক্রান্ত নেট বোলালের সঙ্গে একই ঘরে ছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের আইপিএল প্রোটোকল অনুসারে, দিল্লি ক্যাপিটালসের সব খেলোয়াড়ের আবার টেস্ট করা হবে। ততক্ষণ পর্যন্ত সমস্ত সদস্যকে আইসোলেশনে থাকতে হবে। আরও পড়ুন: IPL 2022: বিশাল ল্যান্ডমার্কে পৌঁছনো থেকে মাত্র ১ রান দূরে বিরাট কোহলি

আজ নভি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হওয়ার কথা রয়েছে দিল্লি দলের। দিল্লি আইপিএল পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে। ১০টি ম্যাচ খেলে তারা ৫টি ম্যাচ জিতেছে এবং ৫টিতে হেরেছে।