Virat Kohli (Photo: Twitter)

চলতি আইপিএলে (IPL 2022) একেবারেই ছন্দে নেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore) ব্যাটার বিরাট কোহলি (Virat Kohli)। ১১ ম্যাচে মাত্র ২১৬ রান করেছেন তিনি। তবে, এটা ভুলে গেলে চলবে না যে তিনি টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ স্কোরার। এছাড়াও আরও একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে রয়েছে। আইপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৬,৫০০ রানে (6,500 Runs In IPL) পৌঁছনো থেকে মাত্র এক রান দূরে রয়েছেন কোহলি। আজ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলবে আরসিবি। এই ম্যাচই ওই বিশাল ল্যান্ডমার্কে (Huge Landmark) পৌঁছনোর চেষ্টা করবেন তিনি।

এখনও পর্যন্ত আইপিএলে ২১৮টি ম্যাচ খেলে ৩৬.৫১ গড়ে তার ৬,৪৯৯ রান রয়েছে কোহলির ঝুলিতে। ২০১৬ সালের আইপিলে তিনি সবচেয়ে ভাল পারফর্ম করেছিলেন। সেই মরসুমে ৯৭৩ রান করেছিলেন। কোহলি চারটি সেঞ্চুরি করেছিলেন ও আরসিবিকে ফাইনালে পৌঁছতে সাহায্য করেছিলেন। তবে, ফাইনালে আরসিবিকে হারতে হয়েছিল হায়দরাবাদের কাছে। আরও পড়ুন: Shimron Hetmyer Becomes Father: প্রথম সন্তানের জন্ম দিয়েছেন স্ত্রী, দেশে ফিরলেন রাজস্থান রয়্যালসের ক্রিকেটার শিমরন হেটমায়ার

চলতি আইপিএলে ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।