Virat Kohli Birthday (Photo Credit: Yuvraj Singh/ X)

Virat Kohli Birthday: আজ বিরাট কোহলির (Virat Kohli) ৩৭তম জন্মদিন। সেই উপলক্ষ্যে তার ছোটবেলার ছবি দিয়ে বানানো কোলাজের একটি ভিডিও শেয়ার করেছেন যুবরাজ সিং (Yuvraj Singh)। ২০১০ সালে ভারতের হয়ে অভিষেকের পর থেকে বিরাট কোহলি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের একটি সুন্দর সম্পর্ক শেয়ার করেন। এমএস ধোনির অধিনায়কত্বে ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ জেতার সময় তারা একই ড্রেসিং রুম শেয়ার করেন। কোহলি ২০২৫ সালের ৫ নভেম্বর ৩৭ বছর পূর্ণ করলে যুবরাজ সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন। যুবরাজ পোস্টটিতে একটি সুন্দর ক্যাপশনও দিয়েছেন। তিনি লিখেছেন, 'একবার যে রাজা, চিরকালই সে রাজা। শুভ জন্মদিন বিরাট কোহলি। আগামী বছরগুলোর জন্য তোমাকে অনেক ভালোবাসা। আশীর্বাদ রইল! Happy Birthday Virat Kohli: রাত পেরোলেই ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির জন্মদিন, জেনে নিন চেজ মাস্টারের জানা অজানা তথ্য

বিরাট কোহলির ৩৭তম জন্মদিনে ছোটবেলার যুবরাজ সিংয়ের শুভেচ্ছা

২০০৮ সালে পশ্চিম দিল্লি থেকে আসা এই কিশোর আন্তর্জাতিক ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। এরপর বিরাট কোহলি এমন এক উচ্চতায় পৌঁছেছেন যা খুব কম ক্রিকেটাররা অর্জন করতে পেরেছেন। সেটার শুরু কুয়ালালামপুরে ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা দিয়ে। আন্তর্জাতিক কেরিয়ার শুরু করে বিরাট ১২৩টি টেস্টে ভারতের হয়ে খেলে ৪৬.৮৫ গড়ে ৯,২৩০ রান করেন। যার মধ্যে ৩০টি সেঞ্চুরি এবং ৩১টি ফিফটি রয়েছে। সর্বোচ্চ অপরাজিত ২৫৪ স্কোর সহ তার টেস্ট কেরিয়ার শেষ হয়েছে ভারতের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে। বিরাট ২০১৬ থেকে ২০১৯ সালের মধ্যে টেস্ট ক্রিকেটে এক শক্তিশালী সময় কাটিয়েছেন। সেখানে খেলা ৪৩টি টেস্টে ৪,২০৮ রান করেছেন ৬৬.৭৯ গড়ে, যার মধ্যে আছে ১৬টি সেঞ্চুরি এবং ১০টি ফিফটি রয়েছে। এছাড়া তার অবিশ্বাস্য সাতটি ডাবল সেঞ্চুরি রয়েছে যা টেস্ট ক্রিকেটে কোনও অধিনায়কের সর্বোচ্চ।