Nitish Kumar Reddy (Photo Credit: BCCI/ X)

Nitish Kumar Reddy Century: শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্টের তৃতীয় দিনে নিজের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন নীতীশ কুমার রেড্ডি। রেড্ডি প্রথম টেস্ট সেঞ্চুরি করে ভারতের নায়ক হয়ে উঠেছেন। চাপের পরিস্থিতিতে ব্যাট করতে নেমে নীতীশ কুমার রেড্ডি দৃঢ়তার ইনিংস খেলেন এবং ১৭১ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছান। সেখানে দেখা যায় তাঁকে আইকনিক বাহুবলী পোজে। মাঝখানে ওয়াশিংটন সুন্দরের সাথে একশোরও বেশি রানের পার্টনারশিপ গড়ে ভারত ফলো-অন এড়ানোর সবচেয়ে বড় ভূমিকা পালন করেন। সাত উইকেট হারানোর পরও অস্ট্রেলিয়ার লিডও মারাত্মকভাবে কমিয়ে দিয়েছেন তিনি। নীতীশ কুমার রেড্ডি সিরিজে ভারতের সবচেয়ে ধারাবাহিক ব্যাটার। তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরিটি এর চেয়ে উপযুক্ত সময়ে আসতে পারত না এবং তাও একটি আইকনিক ভেন্যুতে। এর আগে নীতীশ আল্লু অর্জুন অভিনীত তেলুগু সিনেমা 'পুষ্পা'র সিগনেচার মুভের মাধ্যমে তার প্রথম টেস্ট অর্ধশতরান উদযাপন করেন। আজ পুষ্পার মতো তিনিই ছিলেন দিনের হিরো। India WTC Final Scenario: বক্সিং ডে টেস্ট ড্র বা হার জুটলে কীভাবে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারত?

নীতীশ কুমার রেড্ডির পুষ্পা স্টাইল

নীতীশ কুমার এই পুরো সিরিজে ভাল ফর্মে রয়েছেন। যখনই টপ অর্ডার ব্যর্থ হয় তখনই দলের জন্য গুরুত্বপূর্ণ রান করে শিরোনামে থেকেছেন তিনি। পার্থে প্রথম টেস্টে নীতীশ কুমারের ৪১ ও অপরাজিত ৩৮* রানের পর অ্যাডিলেডে দিন-রাত্রির টেস্টের দুই ইনিংসেই ৪২ রান করেন। যদিও তিনি গাব্বায় তৃতীয় টেস্টে মাত্র ১৬ রান করেন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে তরুণ খেলোয়াড় প্রথম টেস্ট হাফসেঞ্চুরি করে সেটিকে শেষ পর্যন্ত তিনি তার প্রথম টেস্ট সিরিজে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরিতে রূপান্তর করতে সক্ষম হন। অনিল কুম্বলের ৮৭ রানকে ছাড়িয়ে ভারতের আট নম্বর ব্যাটসম্যানের এটিই সর্বোচ্চ স্কোর। বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলেও তিনি ১০৫ রানে অপরাজিত রয়েছেন। এই মুহূর্তে ভারতের স্কোর-৩৫৮/৯, পিছিয়ে ১১৬ রানে।

বাহুবলী পোজে নীতীশ কুমার রেড্ডি