PAK vs NZ (Photo Credits: Twitter/BLACKCAPS)

রাওয়ালপিণ্ডি, ১৭ সেপ্টেম্বর: নিরাপত্তার কারণে হঠাৎই বাতিল করে দেওয়া হল পাকিস্তান (Pakistan) নিউজিল্যান্ড (New Zealand ) ওয়ানডে সিরিজ৷ ১৮ বছর পরে এই প্রথম পাকিস্তানের ওয়ানডে সিরিজ খেলতে যায় নিউজিল্যান্ড৷ আজ রাওয়ালপিণ্ডিতে (Rawalpindi) ছিল প্রথম ম্যাচ৷ ম্যাচ শুরুর কিছুক্ষণ আগেই নিউজিল্যান্ড সরকারের তরফে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে জানানো হয় যে, নিরাপত্তা সন্তোষজনক নয়, ক্রিকেটাররা যেন  মাঠে না নামেন৷ সরকারি নির্দেশিকা পেয়ে বোর্ডের তরফে নিউজিল্যান্ডের ক্রিকেটারদের জানানো হয়৷ পরে পরেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড ম্যাচ না খেলার সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেয়৷ আরও পড়ুন-Ajit Pawar On Navi Mumbai International Airport: ২০২৪-এ সম্পূর্ণ হবে নভি মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দর, বললেন অজিত পাওয়ার

উল্লেখ্য, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মধ্যে প্রথম তিনটে ওয়ান ডে ম্যাচ ছিল রাওয়ালপিণ্ডির মাঠে৷ তারপর পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ লাহোরে৷ সবমিলিয়ে মোট আটটি ম্যাচ বাতিল করে খুব শিগগির দেশে ফিরে যাচ্ছে নিউজিল্যান্ড ক্রিকেট দল৷ শ্রীলঙ্কার ক্রিকেট দলের সঙ্গে গদ্দাফি স্টেডিয়ামের বাইরের সেই অপ্রীতিকর ঘটনা দগদগে ক্ষতে হয়েই রয়ে গেছে৷ যার জেরে পাকিস্তানের মাটিতে ফের বাতিল হল কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ৷ কিউয়ি ব্রিগেড যে পাকিস্তানের মাটিতে নেমে খেলতে ভয় পাচ্ছে তা স্পষ্ট৷ অনেক বুঝিয়েও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে সহজ করা যায়নি৷ নিরাপত্তার কারণ দেখিয়ে তাই বাতিল হয়ে গেল পাকিস্তান নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ৷ এমনটাই জানিয়েছেন পাক ক্রিকেট বোর্ডের দুই কর্তা৷