
Namibia National Cricket Team vs Canada National Cricket Team: নামিবিয়া জাতীয় ক্রিকেট দল বনাম কানাডা জাতীয় ক্রিকেট দল একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, শনিবার (২২ মার্চ) উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে আবারও লড়াই শুরু করবে কানাডা ও নামিবিয়া। প্রথম টি-টোয়েন্টি বৃষ্টির কারণে বাতিল হয়ে যায়। তবে দ্বিতীয় ম্যাচে তিন উইকেটের রোমাঞ্চকর জয়ে লিড নেয় নামিবিয়া। বৃষ্টিবিঘ্নিত ১৫ ওভারের খেলায় নামিবিয়া প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং কানাডাকে ১৪৫/৮ এ আটকে দেয়। রুবেন ট্রাম্পেলম্যান ৪টি ও জেজে স্মিত ৩টি উইকেট নেন। ১৪৬ রান তাড়া করতে নেমে নামিবিয়ার ব্যাটাররা শেষ বলের থ্রিলারে স্নায়ু ধরে রেখে ১৪৬/৭ রানে শেষ করে জয় নিশ্চিত করে। আজকের ম্যাচে জিতে সিরিজ নিজের নামে করতে চাইবে নামিবিয়া, অন্যদিকে কানাডার সিরিজে জয়ের আজকেই শেষ আশা। KKR vs RCB, IPL 2025 Live Streaming: কোথায়, কখন টিভিতে এবং অনলাইনে দেখবেন কেকেআর বনাম আরসিবির ম্যাচ?
নামিবিয়া বনাম কানাডা
Let's get the 𝐖 to make it level! 🇨🇦💪
Live on Willow TV@cocacola_ca / @CricketNamibia1
#CricketCanada #weCANcricket #NAMvCAN pic.twitter.com/RKGSnzKuzn— Cricket Canada (@canadiancricket) March 21, 2025
নামিবিয়া স্কোয়াডঃ জেন গ্রিন (উইকেটরক্ষক), নিকোলাস ডেভিন, জ্যান ফ্রাইলিঙ্ক, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), জ্যান নিকোল লফ্টি-ইটন, মালান ক্রুগার, জেজে স্মিট, রুবেন ট্রাম্পেলম্যান, শন ফৌচে, বার্নার্ড শোল্টজ, তানজেনি লুঙ্গামেনি, ডিলান লিচার, জেপি কোটজে, বেন শিকঙ্গো, মাইকেল ভ্যান লিঙ্গেন, লোহানড্রে ল্যুরেন্স, জ্যান ডি ভিলিয়ার্স।
কানাডা স্কোয়াডঃ যুবরাজ সামরা, নবনীত ধালিওয়াল, পরগত সিং, হর্ষ ঠাকর, নিকোলাস কির্টন (অধিনায়ক) শ্রেয়স মোভা (উইকেটরক্ষক) দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর, ডিলন হেইলিগার, পারভীন কুমার, কালিম সানা, জেরেমি গর্ডন, ঋষি রাগব যোশী, রবীন্দ্রপাল সিং, শহীদ আহমেদজাই, অখিল কুমার, অংশ প্যাটেল।
নামিবিয়া বনাম কানাডা সিরিজের সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে নামিবিয়া বনাম কানাডা, চতুর্থ টি২০ ম্যাচ?
২২ মার্চ উইন্ডহোকের নামিবিয়া ক্রিকেট গ্রাউন্ডে (Wanderers Cricket Ground, Windhoek) আয়োজিত হবে নামিবিয়া বনাম কানাডা, চতুর্থ টি২০ ম্যাচ।
কখন থেকে শুরু হবে নামিবিয়া বনাম কানাডা, চতুর্থ টি২০ ম্যাচ?
নামিবিয়া বনাম কানাডা, চতুর্থ টি২০ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন নামিবিয়া বনাম কানাডা, চতুর্থ টি২০ ম্যাচ
সরাসরি টিভিতে নামিবিয়া বনাম কানাডা, চতুর্থ টি২০ ম্যাচ ভারতে টিভিতে দেখানো হবেনা।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন নামিবিয়া বনাম কানাডা, চতুর্থ টি২০ ম্যাচ
নামিবিয়া বনাম কানাডা, চতুর্থ টি২০ সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড (FanCode) অ্যাপে