
Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru, IPL 2025: কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল ২০২৫ (IPL 2025)-এর উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি হতে চলেছে। আজ, শনিবার (২২ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে (Eden Gardens, Kolkata) আয়োজিত হয়েছে এই ম্যাচ। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে কেকেআরের (KKR) থেকে প্রত্যাশা থাকবে অনেক বেশি। শ্রেয়স আইয়ার পাঞ্জাব কিংসে যোগ দেওয়ার পর দলকে নেতৃত্ব দেবেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। গম্ভীর ভারতীয় পুরুষ দলের প্রধান কোচ হওয়ার পরে গৌতম গম্ভীরের পরিবর্তে ডোয়েন ব্র্যাভোকে (Dwayne Bravo) মেন্টর হিসাবে দলে নিয়েছে কেকেআর। মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার পর অ্যানরিখ নর্টজেকেও (Anrich Nortje) নিয়ে এসেছে কেকেআর। KKR vs RCB, IPL 2025 Dream11 Prediction: আজ কেকেআর বনাম আরসিবির ম্যাচে এগিয়ে কে? একনজরে আইপিএলের Dream11 Prediction
কেকেআরের একটি ধাক্কা হিসেবে উমরান মালিক টুর্নামেন্ট থেকে ছিটকে যান এবং তার পরিবর্তে চেতন সাকারিয়ার নাম ঘোষণা করা হয়েছে। চোখ থাকবে ভেঙ্কটেশ আইয়ারের (Venkatesh Iyer) দিকেও, যাঁকে গত বছর মেগা নিলামে ২৩.৭৫ কোটি টাকায় কেনা হয়েছিল। অন্যদিকে, রজত পাটিদারকে অধিনায়ক করে নতুন যুগে প্রবেশ করল আরসিবি। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মধ্যপ্রদেশকে রানার্স আপ করা পাটিদার ফাফ ডু প্লেসিসের থেকে দায়িত্ব নিয়েছেন। গত বছর কেকেআরের হয়ে দুর্দান্ত মরসুম কাটানো ফিল সল্টকে আরসিবি তাদের ব্যাটিং লাইনআপে নিয়ে নিজেদের শক্তিশালী করেছে। অভিজ্ঞ ফাস্ট বোলার ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউডকে নিয়ে দলটি তাদের বোলিং আক্রমণকেও শক্তিশালী করেছে।
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫
Tell the world… the 𝐂𝐇𝐀𝐌𝐏𝐈𝐎𝐍𝐒 are back at Eden Gardens! 😍💥 pic.twitter.com/KS5LWcsJtB
— KolkataKnightRiders (@KKRiders) March 22, 2025
কলকাতা নাইট রাইডার্স স্কোয়াডঃ কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), অংক্রিশ রঘুবংশী, ভেঙ্কটেশ আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, স্পেন্সার জনসন, বৈভব অরোরা, রহমানুল্লাহ গুরবাজ, মণীশ পান্ডে, মঈন আলি, অ্যানরিচ নর্টজে, রোভম্যান পাওয়েল, অনুকুল রায়, ময়ঙ্ক মার্কান্ডে, চেতন সাকারিয়া, লভনিথ সিসোদিয়া।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু স্কোয়াডঃ বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাড্ডিকল, রজত পাটিদার (অধিনায়ক), জিতেশ শর্মা (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জস হ্যাজেলউড, যশ দয়াল, স্বপনিল সিং, লুঙ্গি এনগিডি, রোমারিও শেফার্ড, মনোজ ভান্ডেজ, রসিখ দার সলাম, নুয়ান তুশারা, জ্যাকব বেথেল, সুয়শ শর্মা, মোহিত রাঠি, স্বস্তিক চিকারা, অভিনন্দন সিং।
, আইপিএল ২০২৫ সম্প্রচার সূচি
কবে, কোথায় আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ ম্যাচ?
২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনসে (Eden Gardens, Kolkata) আয়োজিত হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ ম্যাচ।
কখন থেকে শুরু হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ ম্যাচ?
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ ম্যাচ?
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে (Star Sports Network)।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ ম্যাচ?
কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, আইপিএল ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে।