ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বিসিবির এক কর্মকর্তা Cricbuzz-কে নিশ্চিত করেছেন, 'ফ্র্যাকচারের কারণে সে (মুশফিক) সিরিজ থেকে ছিটকে গেছে। গত ১৮ মার্চ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে চোটের মুখে পড়েন মুশফিক। ২২ মার্চ সিলেটে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট এবং ৩০ মার্চ থেকে চট্টগ্রামে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টকে সামনে রেখে মঙ্গলবার সিলেটে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। ২০২৩-২৫ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ টেস্ট সিরিজে যাওয়ার আগে সফরকারীরা ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে এবং আয়োজকরা ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে। রহিমের পরিবর্ত হিসেবে এখনো কারও নাম ঘোষণা করেনি বিসিবি। Wanindu Hasaranga Suspended, BAN vs SL: অবসর থেকে ফিরেই ব্যানের মুখে হাসরাঙ্গা, বাংলাদেশ টেস্টে বাদ তারকা স্পিনার
A thumb injury has forced Mushfiqur Rahim to withdraw from Bangladesh’s two-match Test series against Sri Lanka that starts on Friday #BANvSL pic.twitter.com/zfDUUNn5sp
— ESPNcricinfo (@ESPNcricinfo) March 19, 2024
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য পেসার নাহিদ রানাকে দলে ডেকেছে বাংলাদেশ। ২১ বছর বয়সী রানা ঘরোয়া ক্রিকেটে মাত্র তিন মরসুম খেললেও এরই মধ্যে প্রথম শ্রেণির ক্রিকেটে ২১.৯২ বোলিং গড়ে ৬৩ উইকেট নিয়েছেন। যার মধ্যে রয়েছে তিনটিই পাঁচ উইকেট। নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সিরিজ থেকে ছিটকে যাওয়া পেসার মুশফিক হাসান দলে এসেছেন এছাড়া টেস্ট দলে ফিরছেন লিটন দাসও। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের ফরম্যাটে বাজে সময় কাটানোর পর রানে ফেরার সুযোগও থাকবে লিটনের জন্য। গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে দলে খেলার পরও দল থেকে বাদ পড়েছেন উইকেটরক্ষক নুরুল হাসান সোহান, পেসার হাসান মাহমুদ ও বাঁহাতি স্পিনার হাসান মুরাদ।
বাংলাদেশ টেস্ট দলঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম (বাদ), শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শোরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মুশফিকুর হাসান, নাহিদ রানা।