ঢাকা, ১৮ মার্চ: করোনার (Coronavirus Outbreak) দাপট আছড়ে পড়েছে বাংলাদেশেও (Bangladesh) । করোনায় বাংলাদেশে মৃত্যু হল ১ ব্যক্তির। মৃত ব্যক্তির বয়স ৭০ বছর। কিডনি এবং হার্টসহ একাধিক সমস্যায় জর্জরিত ছিলেন ওই ব্যক্তি। হার্টে অপারেশন করে বসানো হয়েছিল স্টেন্টও। বুধবার বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক, চিকিৎসক মীরজাদি সেব্রিনা ফ্লোরা তাঁর মৃত্যুর খবর সরকারিভাবে জানান। ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এদিকে বাংলাদেশে করোনাভাইরাসের আতঙ্ক বাড়ার কারণে বিশেষ বার্তা দিলেন ক্রিকেটার মুশফিকুর রহিম (Mushfiqur Rahim)। ফেসবুকে এক ভিডিয়ো বার্তায় দেশবাসীকে গুজব কান দিতে আবেদন করেছেন।
ভিডিয়ো বার্তায় মুশফিকুর রহিম বলেন, "বিশ্বের অধিকাংশ দেশ এখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়ছে। এই রোগে আক্রান্ত হয়েছে ২ লাখেরও বেশি মানুষ। বাংলাদেশেও কয়েকজন আক্রান্ত। একজনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে রোধে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক-ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ঘন ঘন হাত ধুতে হবে। দুই-সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। জরুরি না হলে জমায়েত এড়িয়ে চলতে হবে।" আরও পড়ুন: Yuvraj Singh: বায়োপিক আসতে চলেছে যুবরাজ সিংয়ের, নিজের চরিত্রে নিজেই চান অভিনয় করতে
বিদেশ থাকা আসা প্রবাসী ভাই-বোনদের প্রতি তাঁর অনুরোধ,"কমপক্ষে ১৪ দিন হোম আইসোলেশনে থাকুন। দেশের সবার জন্য সচেতন থাকুন। আর দয়া করে এখন একসঙ্গে বাইরে বের হবে না। গুজবে কান দেবেন না। আমিও বাইরে বের হচ্ছি না। নিজে সুস্থ থাকুন। অন্যকে সুস্থ থাকতে সাহায্য করুন। আমার হাতেই আমার সুরক্ষা।"