Mumbai Wins Ranji Trophy (Photo Credit: BCCI Domestic/ X)

বৃহস্পতিবার, ১৪ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিদর্ভকে ১৬৯ রানে হারিয়ে রঞ্জি ট্রফি ২০২৪ (Ranji Trophy 2024) জিতল মুম্বই। এটি মুম্বইয়ের ৪২তম শিরোপা, যা ভারতীয় ঘরোয়া ক্রিকেটে তাঁদের শক্তি প্রমাণ করে। ২০১৫-১৬ মরসুমে শেষবার শিরোপা জয়ের পর আজ আট বছরের অপেক্ষার অবসান ঘটিয়েছে মুম্বই। বিদর্ভ এর আগে তাদের দুটি রঞ্জি ফাইনাল জিতেছে, তবে এবার তারা অজিঙ্ক রাহানের দলের সামনে মাথা নত করেছে। মুম্বইয়ের ২৬তম অধিনায়ক হিসেবে রঞ্জি ট্রফি জিতলেন রাহানে। ৫৩৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বিদর্ভ চতুর্থ দিনে ৯২ ওভারে ৫ উইকেটে ২৪৮ রান নিয়ে খেলা শেষ করে। ৫৬ রানে ব্যাট করা অক্ষয় ওয়াড়কর ও শেষ দিনে হর্ষ দুবের হাতে ছিল বিশাল চ্যালেঞ্জ। Shreyas Iyer Injury: বাড়ল কেকেআরের চিন্তা, পিঠের চোটে রঞ্জি ফাইনালে ফিল্ডিং করছেন না শ্রেয়স

তারা আজ পঞ্চম দিনের প্রথম সেশনে তাদের উইকেট না দেওয়ার পাশাপাশি লক্ষ্য ২০০ এর নিচে নামিয়ে আনে। এরই মধ্যে ওয়াডকার ১৯৫ বলে সেঞ্চুরি করে মুম্বইকে কিছুটা চাপে ফেলেন। ঠিক যখন দুবে এবং ওয়াডকার মুম্বই থেকে খেলা সরিয়ে নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই রাহানের দল খেলা ঘোরায়। তানুশ কোটিয়ান ওয়াডকারকে আউট করেন এবং ১২৮ বলে ৬৫ রান করা দুবেকে আউট করেন তুষার দেশপান্ডে।

বিদর্ভের লোয়ার অর্ডার ব্যাটাররা খুব একটা প্রতিরোধ দেখাতে পারেনি। নিজের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে নামা ধাওয়াল কুলকার্নি উমেশ যাদবকে আউট করে ম্যাচ শেষ করেন। দ্বিতীয় ইনিংসে ৩৯-৫-৯৫-৪ বোলিং পরিসংখ্যান গড়ে মুম্বইয়ের হয়ে সেরা বোলারদের তালিকায় ছিলেন কোটিয়ান। দেশপান্ডে এবং তরুণ মুশির খানও দুটি করে উইকেট নিয়েছেন। ১২৯.১ ওভারে ৫ উইকেটে ৩৫৩ রান থেকে বিদর্ভ একের পর এক উইকেট হারিয়ে ৩৬৮ রানে অলআউট হয়ে যায়।