আজ ১৮ মার্চ পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) ২০২৩-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স (Lahore Qalandars) ও মুলতান সুলতানস (Multan Sultans)। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় এলিমিনেটরে পেশোয়ার জালমির বিরুদ্ধে দুরন্ত রান তাড়া করার সৌজন্যে, বর্তমান চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স আবারও পিএসএল ২০২৩ এর ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে, আগের ম্যাচে লাহোরকে ৮৪ রানে হারিয়েছিল তারা। অভিজ্ঞ অলরাউন্ডার কায়রন পোলার্ড ব্যাট হাতে দুরন্ত ফর্মে আছেন এবং শাহীন শাহ আফ্রিদির বিপক্ষের জন্য বড় হুমকি হয়ে উঠবেন। অন্যদিকে অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানও অসাধারণ ক্রিকেট খেলছেন।
🎉HBL PSL8 FINAL & CLOSING CEREMONY🎉@MultanSultans vs @lahoreqalandars
🗓️18th March 2023
⏰ Gates Open at 4 PM
🏟️ Gaddafi Stadium, Lahore#SabSitarayHumaray l #HBLPSL8 I #MSvLQ pic.twitter.com/mBmg8Iddrr
— PakistanSuperLeague (@thePSLt20) March 17, 2023
কবে, কোথায় আয়োজিত হবে মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্সের ফাইনাল ম্যাচ?
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্সের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।
কখন থেকে শুরু হবে মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্সের ফাইনাল ম্যাচ?
পাকিস্তান সুপার লিগের মুলতান সুলতানস বনাম লাহোর কালান্দার্সের ফাইনাল ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন কোথায়, কখন, সরাসরি দেখবেন খেলা
সরাসরি টিভিতে খেলা দেখতে পাবেন সোনি স্পোর্টস নেটওয়ার্কে (Sony Sports Network)। অনলাইনে দেখতে পাবেন সোনি-লিভ (Sony-Liv) অ্যাপে।