এজবাস্টনে দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডকে (England) ৪৯ রানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ (T20I Series) পকেটে পুরে ফেলেছে ভারতীয় দল (Team India)। এক ম্যাচ বাকি থাকতেই পরপর দুটো খেলায় বড় ব্যবধানে জিতে একদিকে সিরিজ জয়, অন্যদিকে বিশ্বকাপের আগে ছন্দ খুঁজে পেল টিম ইন্ডিয়া। এখন উভয় দলই রবিবার তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হবে। খেলা শেষ হওয়ার পরে প্রাক্তন ভারত অধিনায়ক এমএস ধোনি (MS Dhoni) ভারতীয় দলের ড্রেসিংরুমে (Indian Dressing Room) গিয়েছিলেন। যেখানে তাঁকে ব্যাটার ইশান কিষাণের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।
বিসিসিআই-র অফিসিয়াল হ্যান্ডেলে ভারতীয় ড্রেসিংরুমে ধোনির যাওয়ার ছবি শেয়ার করা হয়েছে। সেই ছবিগুলি এখন ভাইরাল হয়েছে। ক্যাপশনে বিসিসিআই লিখেছে, "মহান এমএস ধোনি কথা বললে সর্বদা সবার কান সজাগ থাকে।"
Always all ears when the great @msdhoni talks! 👍 👍#TeamIndia | #ENGvIND pic.twitter.com/YKQS8taVcH
— BCCI (@BCCI) July 9, 2022
এই সপ্তাহের শুরুতে রাফায়েল নাদাল এবং টেলর ফ্রিৎজের মধ্যে কোয়ার্টার ফাইনাল ম্যাচ দেখতে উইম্বলডনেও গিয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক ধোনি।