মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) ব্যাক টু ব্যাক ইন্ডিয়ান সুপার লিগ (ISL 2023-24) ফাইনালে যোগ্যতা অর্জন করেছে এবং তারা বর্তমানে এই মরসুমের শীর্ষ সম্মেলনের লড়াইয়ে মুম্বাই সিটি এফসির (Mumbai City FC) মুখোমুখি হবে। মোহনবাগান সুপার জায়ান্ট এবং মুম্বই সিটির মধ্যে আইএসএল ২০২৩-২৪ ফাইনাল আজ, শনিবার, ৪ মে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত হবো। ফাইনাল ম্যাচটি লিগ শিল্ডের নির্ধারণী ম্যাচের মতো একই ম্যাচ হবে যেখানে সবুজ এবং মেরুন ব্রিগেড মুম্বই সিটির বিপক্ষে খেলবে। সেই ম্যাচে দুই গোলের ব্যবধানে পরাজিত করে শিল্ড তুলে নেয় মোহনবাগান। এরপর প্লে-অফে প্রথম লেগে হারলেও ওড়িশা এফসি-র বিরুদ্ধে সেমিফাইনালে ঘরের মাঠে সহজ জয় পায় কলকাতার জায়ান্টরা। অন্যদিকে সেমিফাইনালে এফসি গোয়াকে অবিশ্বাস্যভাবে হারিয়ে ফাইনালে উঠেছে মুম্বই সিটি। ডুরান্ড কাপ, লিগ শিল্ড এবং আইএসএল চ্যাম্পিয়নশিপের পর আজ ঘরের মাঠে আইএসএল মুকুট পেতে রক্ষা করতে চাইবে মোহনবাগান। U23 Asian Cup Final: অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপের ফাইনালে উজবেকিস্তানকে হারিয়ে শিরোপা জয় জাপানের
The Last Dance for the season!
Together, we have come this far and together, we can defend our ISL Cup
Joy Mohun Bagan!💚♥️#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/wW0gABFppz
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) May 4, 2024
কবে, কোথায় আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ ফাইনালের ম্যাচ?
৪ মে সল্টলেক স্টেডিয়ামে (Salt Lake Stadium) আয়োজিত হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ ফাইনালের ম্যাচ।
কখন থেকে শুরু হবে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ ফাইনালের ম্যাচ?
মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ ফাইনালের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ ফাইনালের ম্যাচ
সরাসরি টিভিতে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ ফাইনালের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন মোহনবাগান সুপার জায়ান্ট বনাম মুম্বই সিটি এফসি, আইএসএল ২০২৩-২৪ ফাইনালের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।