শেষ ওভারে মুম্বই ইন্ডিয়ান্সের প্রয়োজনীয় ১১ রানকে আটকে লখনউ সুপার জায়ান্টসকে পাঁচ রানে জয় এনে দিয়ে মহসিন খান এখন শিরোনামে। বাঁ হাতি পেসার তারপর জানিয়েছেন গত ১২ মাসে কেরিয়ারের কঠিন সময়ের কথা, প্রকাশ করেছেন যে তিনি ক্রিকেট খেলার আশাও ছেড়ে দিয়েছিলেন। গত বছর অভিষেক আইপিএলে ৫.৯৭ ইকোনমি রেটে ৯ ম্যাচে ১৪ উইকেট নিয়েছিলেন মহসিন। কিন্তু এর পর কাঁধে গুরুতর চোট পেয়ে ১২ মাস কোনও প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি, পুরো ঘরোয়া মরসুম এবং ২০২৩ আইপিএলের প্রথমার্ধ মিস করেন। শেষ পর্যন্ত আমেদাবাদে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লখনউয়ের হয়ে খেলতে নেমে তিন ওভারে ৪২ রান দিয়ে ১ উইকেট নেন মহসিন। শেষ ওভারে মাত্র পাঁচ রান দিয়ে লখনউয়ের প্লে অফের সম্ভাবনা বাঁচিয়ে রাখেন তিনি।
Mohsin Khan said, "I went through a career threatening injury. I once had a feeling that I couldn't play again. Doctors said if I was a month late in that surgery, they might have to cut my hand off. LSG team supported me the most". pic.twitter.com/CBRBkSqsXP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 17, 2023
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, তাঁর চোট বেশ ভীতিজনক ছিল, কারণ ডাক্তার তাঁকে বলেছিলেন যদি তিনি আরও এক মাস দেরি করতেন তবে তাদের তাঁর হাত কেটে ফেলতে হত। তিনি বলেন যে কোনো ক্রিকেটারই যেন এ ধরনের সমস্যায় না পড়েন। তাঁর ধমনী এবং স্নায়ু অবরুদ্ধ ছিল। প্র্যাকটিসে যা করতেন সেটাই চেষ্টা করেন তিনি।
মঙ্গলবারের ম্যাচের জয় হাসপাতালে থাকা বাবাকে উৎসর্গ করেন মহসিন। তিনি বলেন, 'দুঃখের বিষয়, আমার বাবা হাসপাতালে ছিলেন, আইসিইউতে ছিলেন, তিনি গতকালই ছাড়া পেয়েছেন, তাই আমি তার জন্য ম্যাচ খেলছিলাম। তিনি বোধহয় টিভিতে খেলা দেখছিলেন। তিনি নিশ্চয়ই খুব খুশি হবেন।'