দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চোট সারিয়ে এক বছর পর মাঠে নামছেন মহম্মদ সামি (Mohammed Shami)। আাগমিকাল, বুধবার থেকে ইন্দোরের হোলকার স্টেডিয়ামে শুরু হতে চলা মধ্যপ্রদেশের বিরুদ্ধে বাংলার রঞ্জি ট্রফির ম্যাচে খেলবেন সামি। ১৯ নভেম্বর, ২০২৩ সালে শেষবার মাঠে নেমেছিলেন। এবার ১৩ নভেম্বর, ২০২৪, বাংলার জার্সিতে প্রত্যাবর্তন। টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়ায় গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজ শুরুর আগে সামির মাঠে ফেরার খবরে দারুণ খুশি ভারতীয় সমর্থকরা। কারণ সামির অস্ট্রেলিয়ায় বোলিং পারফরম্যান্স অসাধারণ। ক্যাঙারুরু দেশে বুমরার সঙ্গে সামি-কে পেয়ে গেলে রোহিতের মুখে হাসি ফিরবে।
যদিও অজি সিরিজের দল ঘোষণা হয়ে গিয়েছে। কিন্তু পাঁচ টেস্টের দীর্ঘ বিদেশের মাটিতে সিরিজে চোট আঘাতের ঘটনা ঘটতেই পারে। সেখানে রঞ্জিতে কিছু চমকপ্রদ স্পেল সামিকে রোহিতের সংসারে ঢুকিয়ে দিতে পারে। তাই মঙ্গলবার বাংলার রঞ্জি ম্যাচে সব আকর্ষণ সামিকে নিয়েই।
মাঠে ফিরছেন সামি
🚨🚨
Mohammed Shami all set to return to competitive cricket. The pacer will feature in Bengal's next #RanjiTrophy fixture against Madhya Pradesh. pic.twitter.com/a0SktUrDwN
— Cricbuzz (@cricbuzz) November 12, 2024
গত বছর নভেম্বরে আমেদাবাদে ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর থেকে গুরুতর চোটের কারণে এতদিন মাঠের বাইরে থাকতে হয়েছে ৩৪ বছরের সামি-কে। চলতি বছর এপ্রিলে অ্যাকিলিস টেন্ডনে সফল অস্ত্রোপচার হয়েছিল ইউপি-র আমরোহার বাসিন্দা বাংলার হয়ে খেলা স্পিডস্টারে। এরপর টিম ইন্ডিয়ার একটার পর একটা সিরিজ গিয়েছে প্রতিবার দল ঘোষণার আগে সামির নাম নিয়ে জল্পনা শুরু হয়েছে। নির্বাচকরা সামির চোট নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চাননি। বুমরার চোটের সময় কিছুটা তাড়াহুড়ো করায় ক্ষতি হয়েছিল, সেটা যাতে সামির ক্ষেত্রে না হয় তা নিয়ে সতর্ক বোর্ড। সামি মনে করছেন, তাঁর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। প্রসঙ্গত, দেশের হয়ে ৬৪টি টেস্ট, ১০১টি ওয়ানডে ও ২৩টি আন্তর্জাতিক টি-২০ খেলছেন সামি। আন্তর্জাতিক ক্রিকেটে সব মিলিয়ে তাঁর মোট ৪৪৮টি উইকেট (২২৯টি টেস্ট উইকেট সহ) রয়েছে।
গত বছর ওয়ানডে বিশ্বকাপে সর্বাধিক উইকেটশিকারী ছিলেন বাংলার স্পিডস্টার। ২৪টি উইকেট নিয়ে টিম ইন্ডিয়ার ফাইনালে ওঠার পিছনে নেপথ্যে নায়ক ছিলেন সামি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ফাইনালে ৭ ওভার বলে করে ৪৭ রান দিয়ে একটি উইকেট নিেয়ছিলেন তিনি।