আইপিএল ২০২৪-এর ২৯তম ম্যাচে চেন্নাই সুপার কিংসের (CSK) মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স (MI)। এই লড়াইয়ের জন্য সবাই অপেক্ষা করছে, যাকে আইপিএলের এল ক্লাসিকোও বলা হয়। আজ রবিবার (১৪ এপ্রিল) মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই ব্লকবাস্টার ম্যাচে মুখোমুখি হবে দুই দল। পাঁচ ম্যাচের তিনটিতেই জিতেছে চেন্নাই সুপার কিংস। শেষ দুই ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরেছে মুম্বই ইন্ডিয়ান্স। শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে তাদের ঘরের মাঠে আতিথ্য দেয়, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাট করতে নেমে বোর্ডে মোট ১৯৬/৮ পোস্ট করে। জসপ্রিত বুমরাহর পাঁচ উইকেটের পর লক্ষ্য তাড়া করতে নেমে ১৫.৩ ওভারে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। অন্যদিকে, চেন্নাই সুপার কিংস তাদের শেষ ম্যাচে চিপকে কলকাতা নাইট রাইডার্সকে আতিথ্য দেয় এবং প্রথমে বোলিং করে কলকাতা নাইট রাইডার্সকে ১৩৭/৯ এ আটকে দেয়। রবীন্দ্র জাদেজা ও তুষার দেশপান্ডে ৩টি করে উইকেট নেন। লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৪ ওভারে ৭ উইকেটে ম্যাচ জিতে নেয় চেন্নাই সুপার কিংস। MS Dhoni with WC Trophy: ফের বিশ্বকাপ ট্রফির সঙ্গে মাহি, ফিরিয়ে দিলেন পুরনো আবেগ
𝗕𝗢𝗪 𝗗𝗢𝗪𝗡 𝗧𝗢 𝗧𝗛𝗘 𝗟𝗟𝗢𝗥𝗗 🙇#MIvCSK got us thinking of Polly's iconic knocks in this fixture 🥹💙#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/aICsDiKSfn
— Mumbai Indians (@mipaltan) April 14, 2024
চেন্নাই সুপার কিংসঃ রাচিন রবীন্দ্র, রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), শিবম দুবে, এমএস ধোনি (উইকেটরক্ষক), আজিঙ্কা রাহানে, সমীর রিজভী, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, মুস্তাফিজুর রহমান, তুষার দেশপাণ্ডে, মাহিশা থিকসানা, মঈন আলি, শেখ রশিদ, নিশান্ত সিন্ধু, মিচেল স্যান্টনার, দীপক চাহার, মুকেশ চৌধুরী, ডেভন কনওয়ে, অজয় যাদব মণ্ডল, প্রশান্ত সোলাঙ্কি, সিমরজিৎ সিং, আরএস হাঙ্গারগেকর, মাথিশা পাথিরানা, আরাভেলি অবনীশ।
মুম্বই ইন্ডিয়ান্সঃ ইশান কিষাণ (উইকেটরক্ষক), রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, টিম ডেভিড, রোমারিও শেফার্ড, মহম্মদ নবী, শ্রেয়স গোপাল, জসপ্রিত বুমরাহ, জেরাল্ড কোয়েটজি, আকাশ মাধওয়াল, দেওয়াল্ড ব্রেভিস, নমন ধীর, নেহাল ওয়াদেরা, হারভিক দেশাই, পীযূষ চাওলা, কেয়েনা মাফাকা, শামস মুলানি, লুক উড, অর্জুন তেন্ডুলকর, কুমার কার্তিকেয়, শিবালিক শর্মা, নুয়ান তুষারা, অংশুল কাম্বোজ।
কবে, কোথায় আয়োজিত হবে ২০২৪ আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ?
১৪ এপ্রিল মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium, Mumbai) আয়োজিত হবে ২০২৪ আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ।
কখন থেকে শুরু হবে ২০২৪ আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ?
২০২৪ আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭ঃ৩০টায়।
জেনে নিন টিভিতে কোথায় দেখবেন ২০২৪ আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ
সরাসরি টিভিতে ২০২৪ আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ ভারতে দেখবেন স্পোর্টসে-১৮ নেটওয়ার্কে।
জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন ২০২৪ আইপিএলের মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ম্যাচ
সরাসরি অনলাইনে দেখতে পাবেন জিওসিনেমা অ্যাপে।