ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL 2024) দ্বিতীয়বারের মতো চোটে পড়ার পরও বিসিসিআইয়ের পেস বোলিংয়ের চুক্তি পেতে পারেন লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) পেস সেনসেশন ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। ২১ বছর বয়সী দিল্লির এই খেলোয়াড় তার তৃতীয় ম্যাচে চোট পাওয়ার আগে ১৫০ প্লাস গতিতে বল করে লাইমলাইটে আসেন এরপর চোট পেয়ে চার সপ্তাহের জন্য ছিটকে যান তিনি। সম্প্রতি মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ ফিটনেস অর্জন করেছেন বলে মনে হলেও তার পেটের মাংসপেশির চোট এখনও রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শোনা যাচ্ছে, আইপিএলের বাকি অংশের জন্য ছিটকে যেতে পারেন তিনি। লখনউ সুপার জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্সের মধ্যে আইপিএল ২০২৪ ম্যাচ চলাকালীন ময়ঙ্ক যাদব আবার চোট পান। নিজের স্পেল শেষ করতে না পেরে নিজের চতুর্থ ওভারের প্রথম বলে মহম্মদ নবীকে আউট করে মাঠ ছাড়েন তিনি। Mayank Yadav Injury Update: ফের একই জায়গায় চোট পেয়েছেন ময়ঙ্ক যাদব, আজ স্ক্যান
তাকে পেস বোলিংয়ের চুক্তির প্রস্তাব দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। এর আগে উমরান মালিক, যশ দয়াল, আকাশ দীপ ও বৈশাখ বিজয়কুমারকে ফাস্ট বোলিংয়ের চুক্তিতে রেখেছে ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই চুক্তির আওতায় বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমি ময়ঙ্কের উন্নতির দায়িত্বে থাকবে। বিসিসিআইয়ের তরফে তাঁকে চুক্তির প্রস্তাব দেওয়া হবে। এনসিএ-র মেডিক্যাল স্টাফরা তাঁর চোট সামলাবেন যাতে তিনি ফিট থাকেন। টিম ম্যানেজমেন্ট তার উপর নজর রাখছে এবং সর্বশেষ চোটের ধাক্কা থেকে সেরে ওঠার পরে এই পেসারকে তাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করবে বলে বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে।